আসসালামু আলাইকুম,আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ একটি softwer নিয়ে হাজির হলাম softwer টির নাম doublekiller এই softwer টি দারা আপনি আপনার কম্পিউটারে যদি হাজারো ছবি বা গান থাকে তাহলে একই ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে একাধিকবার থাকতে পারে। গানের ক্ষেত্রে এটি বেশী হয়ে থাকে, ফলে অযথা যায়গা নষ্ট হয়। আপনি খুঁজে খুঁজে এই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলতে গেলে বেশ সময় লাগে। সেক্ষেত্রে আপনি ডাবলকিলার সফটওয়্যারের সাহায্যে সহজেই একই নামের সকল ফাইল খুঁজে বেড় করে মুছে ফেলতে পারেন। সফটওয়্যারটি নিজে থেকেই ডুপ্লিকেট ফাইল খুঁজে বেড় করবে। এরপরে চাইলে সহজে প্রথম ফাইলটি রেখে বাকি ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলতে পারবেন। ৩৯১ কিলোবাইটের এই ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করতে পরবেন।
softwer অপেন winrar file টি EXtra করে ইনিস্টল করেন
যে ভাবে করবেন -
# ডাবল ক্লিক করুন
#Run এ ক্লিক করুন
#Yes ক্লিক করুন
#যে Drive টি থেকে Duplicate ফাইল খুজে বের করবেন সেটি সিলেক্ট করুন
#OK দিন
#আবার Run এ ক্লিক করুন
# ১০০ % কপ্লিট হলে
# ok দিন
বুঝতে সমস্যা হলে এক ক্লিক এ পিসির সকল Duplicate ডিলিট করুন এখানে ভিডিও দেখতে পারেন।
এই ট্রিকসটি আশাকরি সবার উপকারে আসবে। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা টিউমেন্টে বলবেন
*** সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ***
আমি সুহান আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Download–http://bdupload.net/7oiz93ggwifk