আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা?
আজ আমি লিখছি কিভাবে teletalk আগামি সিম এর জন্য registration করতে হবে।
Registration start date: 01-Aug-2015, Registration
End Date: 15-Sep-2015
Telitalk আগামী সিম টি তারা উঠাতে পারবেন যারা ২০০৪-২০১৫ সময়ের মধ্যে ssc exam পাশ করেছেন।
এটা ২ ভাবে করা যায়।
১. customer care এ গিয়ে।
২. নিজে নিজে।
customer care এ গিয়ে করা অনেক সময় ঝামেলা হয়, আর তাছাড়া customer care এ ভিড়ও থাকে তবুও অনেকে form পূরন করতে না পাড়ার কারণে এই ঝামেলা সত্যেও customer care এ গিয়ে reg করে থাকেন।
তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে নিজেই করতে পাড়বেন এই সিম এর জন্য আবেদেন।
যা যা লাগবে :
১. একটি teletalk sim এবং Mobile/pc
২. Internet Connection
যারা mobile এ করবেন তারা uc browser use করলে সুবিধা পাবেন।
নিয়ম:
প্রথমে আপনার mobile এর massage option এ গিয়ে type করুন এভাবে
GPA5 sscBoard sscRoll sscExamYear contactNo
suppose :
ধরুন আপনি dhaka board থেকে ssc পাশ করেছেন 2012 তে আর আপনার roll no হলো 12345। তাহলে এভাবে লিখবেন।
GPA5 dhaka 12345 2012 01676131369
এবার এটা পাঠিয়ে দিন 16222 number এ।
কিছুক্ষণ এর মধ্যে ফিরতি massage এ আপনাকে একটা code দেওয়া হবে।
এবার net connection on করে নিচের Link এ যান।
http://agami.teletalk.com.bd
এই link এ গেলে নিচের মতো দেখতে পাবেন।
এখানে প্রথম Box এ আপনার roll no, দ্বিতীয় box এ reg no, তৃতীয় box এ board select করুন, চতুর্থ box এ passing year/exam year select করুন।
এর পরের টাতে আপনার birth date টা select করুন।
তার পরের box এ আপনাকে massage করা যে code টা দেওয়া হয়েছিলো সেটা লিখুন।
একটা কথা মনে রাখবেন এখানে যা যা লিখবেন সেটা admit card দেখে লিখবেন।
এবার submit চাপুন।
এবার এমন একটা form পাবেন।
এবার এখানে যা যা চেয়েছে সেগুলো সঠিকভাবে পূরন করবেন।
এখানে উপরে যদি আপনার বয়স ১৮ বছর এর বেশি হয় তাহলে Subscriber is myself (must 18 years or more) এ টিক দিবেন। আর যদি ১৮ বছর এর কম হয় তাহলে Subscriber is my guardian এ টিক দিবেন।
এবার nearest district এর ঘরে click করলে একটা list আসবে সেখান থেকে আপনার জেলা নির্বাচন করুন।
দেখবেন আরেকটা box এসেছে। সেটাতে click করে যে সকল customer care আপনার select করা জেলায় আছে সেগুলোর নাম আসবে। সেখান থেকে আপনার বাসার কাছাকাছি যেটা থাকবে সেটা select করুন যাতে পরবর্তী তে যেতে সুবিধা হয়।
এর পর যদি subsriber নিজেকে show করিয়ে থাকেন তাহলে আপনার সম্পর্কে যা যা চাচ্ছে সেগুলু দিন।
আর যদি subscriber আপনার guardian কে দিন তাহলে এখানে তার details এবং national id এর number লিখুন।
এবার subscriber এর present & permanent address লিখুন।
gender select করুন।
এবার subscriber এর email, father's name, mother's name লিখুন।
occupation select করুন।
এবার একজন identifier এর নাম লিখুন। যে বলতে পারবে যে আপনি এই ব্যক্তি।
তার mobile no এবং তার national id এর number লিখুন।
এবার submit এ চাপুন।
সবকিছু ঠিক থাকলে আপনাকে একটা tracking number দিবে।
আপনার registration করা শেষ।
এবার আবার প্রথম page এ যান।
প্রথম page এ যেতে এখানে click করুন।
এখানে Necessary Information and Instruction এর মধ্যে You can reprint/download the completed form anytime from here নামে একটা option আছে।
এখান থেকে reprint/download এ click করুন তাহলে নিচের মতো আসবে।
এবার আগের মতো পূরন করে submit করুন।
তাহলে আপনার পূরন করা form টা পাবেন।
এবার এই form টা print করে নিজের কাছে রেখে দিন।
কিছুদিন পরে আপনাকে massage করে জানিয়ে দিবে কবে এবং কিভাবে আপনি আপনার সিম সংগ্রহ করতে পাড়বেন।
।।ধন্যবাদ।।
আমি কাজী মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
deki kora jay kina