আসসালামু আলাইকুম,আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ ১টি ট্রিকস নিয়ে যা আপনাদের সব সময় কাজে লাগে এবং সময় এর অপচয় থেকে বেচে যাবেন। প্রথমে SuperCopier টি না থাকলে ডাউনলোড করে নিন এর পর অনন্য softwer এর মত এটাও ইনিস্টল করে নিন কোন সমস্য হলে নিচের ভিডিও দেখুন এর পর ও যদি না হয় তাহলে আমাকে জানাবেন আমি আমার যথা সাধ্য চেস্টা করব হেল্প করার জন্য।আমি এ ভাবেই কপি করি আপনারও এই নিয়মে কপি করে অনেক মজা পাবেন অনেক বড় বড় ফাইল অনেক অল্প সময়ে কপি করতে পারবেন।
আর SuperCopier না থাকলে এখান থেকে Download করে নিন আর কপি করুন ৪ গুন বেসি speed এ
#প্রথমে Configuration এ ক্লিক করুন
#এরপর Advanced এ ক্লিক করুন
# এরপর Normal কে High করে দিন
# এরপর নিচের খালি ঘর ৩ টি তে সব ঘর গুলোতে ১ অথবা ৫ করে দিন
#এবার অ্যাপ্লাই করে দিন কাজ শেষ এবার নিচে দেখুন কপির কি স্পীড
বুঝতে সমস্যা হলে কি ভাবে SuperCopier দিয়ে ৪ গুন বেসি speed এ কপি করবেন এখানে ভিডিও দেখতে পারেন।
এই ট্রিকসটি আশাকরি সবার উপকারে আসবে। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা টিউমেন্টে বলবেন
*** সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ***
আমি সুহান আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune