কেমন আছেন সবাই। আপনাদেরে জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা টিপস। আসা করি ভালো লাগবে। 🙂
wowbox দিয়ে প্রতিদিন জিপি সিমে ২০ এমবি করে ফ্রি নেওয়া যায়। কিন্তু যারা একই মোবাইলে ২ট জিপি সিম ইউজ করেন তারা শুধু একটা সিমেই ফ্রি এমবি নিতে পারেন। এক সাথে ২টা তে নেওয়া যায় না। কেমন হয় যদি ২টা সিমেই ফ্রি এমবি নিতে পারেন??
আমরা সবাই wowbox এর সাথে পরিচিত। এর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। তবুও বলে রাখি এটা শুধু বন্ধু প্যাকেজে কাজ করে। তাই আগে আপনার সিমটি বন্ধু প্যাকেজ এ মাইগ্রেট করে নিন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। সাধারনত একই app ২ বার ভিন্ন ভাবে ইনিস্টল হয় না। তাই আমি মডিফাই করে একটি wowbox দিলাম। ডাউনলোড করুন এখান থেকে। এটা আগে wowbox ইন্সটল থাকলেও ভিন্ন ভাবে ইন্সটল হবে।
ফলে আপনি ২ টা আলাদা wowbox পাবেন। এখন ২ টা সিমেই আলাদা ভাবে রেজিস্ট্রেশন করে ২ টা সিমেই ফ্রি তে এম্বি নিতে পারবেন।
ভালো লাগলে টিউমেন্ট এ জানাবেন।
বুঝতে না পারলেও জানাবেন।
টিউন টি আমার দ্বিতীয় টিউন। সাজিয়ে লিখতে পারিনা। তবুও লিখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মাফ করবেন।
খুব ছোট একটা টিউন। কিন্তু টিটি তে ২০০ শব্দের কমে টিউন টিউন হয় না তাই বড় করার চেষ্টা করেছি। আপনারা সহজ ভাবে বুঝে নেবেন। আর বুঝতে না পারলে টিউমেন্ট করুন।
আমি তুষার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ধন্যবাদ।