wowbox দিয়ে ২টি জিপি সিমে একই সাথে এমবি নিয়ে নিন।

 

কেমন আছেন সবাই। আপনাদেরে জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা টিপস। আসা করি ভালো লাগবে।  🙂

wowbox  দিয়ে প্রতিদিন জিপি সিমে ২০ এমবি করে ফ্রি নেওয়া যায়। কিন্তু যারা একই মোবাইলে ২ট জিপি সিম ইউজ করেন তারা শুধু একটা সিমেই ফ্রি এমবি নিতে পারেন। এক সাথে ২টা তে নেওয়া যায় না। কেমন হয় যদি ২টা সিমেই ফ্রি এমবি নিতে পারেন??

আমরা সবাই wowbox এর সাথে পরিচিত।  এর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। তবুও বলে রাখি এটা শুধু বন্ধু প্যাকেজে কাজ করে। তাই আগে আপনার সিমটি বন্ধু প্যাকেজ এ মাইগ্রেট করে নিন।

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। সাধারনত একই app ২ বার ভিন্ন ভাবে ইনিস্টল হয় না। তাই আমি মডিফাই করে একটি wowbox দিলাম। ডাউনলোড করুন এখান থেকে। এটা আগে  wowbox ইন্সটল থাকলেও ভিন্ন ভাবে ইন্সটল হবে।
ফলে আপনি ২ টা আলাদা wowbox পাবেন। এখন ২ টা সিমেই আলাদা ভাবে রেজিস্ট্রেশন করে ২ টা সিমেই ফ্রি তে এম্বি নিতে পারবেন। grin emoticon
ভালো লাগলে টিউমেন্ট এ জানাবেন।
বুঝতে না পারলেও জানাবেন। grin emoticon

টিউন টি আমার দ্বিতীয় টিউন। সাজিয়ে লিখতে পারিনা। তবুও লিখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মাফ করবেন।

ফেসবুকে আমি

 

খুব ছোট একটা টিউন। কিন্তু টিটি তে ২০০ শব্দের কমে টিউন টিউন হয় না তাই বড় করার চেষ্টা করেছি। আপনারা সহজ ভাবে বুঝে নেবেন। আর বুঝতে না পারলে টিউমেন্ট করুন।

Level 0

আমি তুষার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ।

sim 1theke eta paya jay ebong 2 ta ken onek sim sim 1 e rekhe 20 mb paya jabe. so your post is useless

    ভাইয়া আপনার কথা সুনে অনেক মজা পেলাম।
    সামান্য ২০ এম্বি এর জন্য আপনার কথা মত মোবাইলের ব্যটারি আর সিম খুলে মোবাইল টাকে ভোগে পঠাবো নাকি??
    জাই হোক মত প্রকাশের জন্য ধন্যবাদ।

Bai download dawa jayna..dropbox link dan please..

    লিংক তো ঠিক আছে ভাইয়া।
    আচ্ছা ওয়েট করেন ড্রপ বক্স এ দিচ্ছি
    😀

ভাই অনেক ধন্যবাদ। আপনার এফবি লিঙ্কটা দেন।

আমার কথা শুনে আপনার হাসি পেল, তার মানে আপনার নিশ্চই অতিরিক্ত হাসার রোগ আছে। আর বিডি আপলোড এর লিনক দেয়া টি টি তে নিশিদ্ধ সেটা যানেন না। তার উপর আপনি একটি এপ থাকার পরও আরেক টি ইন্সটল দিতে বলেছেন। আপনি কি এটা পোস্ট করেছেন নাকি এপ সেল করতেছেন?

    ভাই আমার টিউন টা নাকি ইউজলেস তো কষ্ট করে কিসের লিংক দেওয়া আছে সেটা দেখতে গেলেন কেনো?
    আর এপ যদি সেল করতাম তবে বলতাম বিকাস করলে এপ পাবেন। ফ্রি দিতাম না। কাকে সেল বলে আর কাকে ফ্রি সেটা মনে হয় ভাইয়া জানেন না।
    যাই হোক আবারো ধন্যবাদ মন্তব্যের জন্য।

মডিফাই করা অন্য জিনিস বলেন যে সফটওয়্যার ক্লোন করছেন ।। আর ক্লোন WOWBOX দিয়ে ইন্টারনেট কানেকশন দিলে ফোনে থাকা সিমটাই ডিটেক্ট হয়।আমি অনেক আগে নিজে ট্রাই করেছি।তাই আপনার টিউন পুরাই ভুয়া

    ভাই টিউন টা কি ভালো করে পরেছেন? নাকি অজথা কমেন্ট করছেন?
    আমি কি এক বারও বলেছি যে মোবাইলের বাইরে কোন সিমে এমবি নিতে পারবেন।
    আগে টিউনটা ভালো করে পরেন তার পর কমেন্ট করেন।
    আর আপনি আগে ট্রাই করেছেন তাই আমার টিউন টিউন কি করে ভুয়া হল বুঝায়ে বলেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।