ওয়াইফাই দিয়ে আপনার অ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটির মাধ্যমে ওয়াইফাই দিয়ে আপনার অ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে। অ্যাপটির নাম Wi-Fi Talkie। গুগল প্লে স্টোরে অ্যাপটির দাম ২.৬৭ ডলার, এবং রেটিং ৪.৫।

 

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন।

 

এবার যেকোন একটা ফোনকে ওয়াইফাই হটস্পট বানিয়ে ওই নেটয়ার্কে সবাই ওয়াইফাই দিয়ে কানেক্ট হন। এরপর সবাই অ্যাপটি ওপেন করুন। এবার যার যার স্ক্রিনে available ডিভাইসগুলো দেখা যাবে। এবার আপনার দরকার অনুযায়ী ডিভাইসের উপর প্রেস করে Call/Send File/Chat করতে পারবেন। বাকীটা আপনারা বুঝে নিন...! এভাবে আপনারা কল, চ্যাট, ফাইল সেন্ড সবই করতে পারবেন। (**একই বিল্ডিং এ গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই...!! ফ্রি কল 😛 **)।

বিঃদ্রঃ
১. ফোনে কোন ইন্টারনেট থাকার দরকার নাই।
২. কল, চ্যাট, ফাইল সেন্ড করতে কোন পয়সা লাগবেনা।
৩. এই অ্যাপটি শুধু আপনার ওয়াইফাই ইউজ করবে (সবই ওয়াইফাই এর মাধ্যমে হবে)।

অ্যাপ টির সাইজ মাত্র ১.২০ MB এবং গুগল প্লে স্টোরের রেটিং ও অনেক ভাল। তাই দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন অ্যাপটি কতটা কাজের।

আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি কেডি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের এপ্স প্রিয়তে নিলাম। আমার কাছে ওয়াইফাই নাই, এজন্য পরে দরকার লাগতে পারে।

ভাই অন্য কোন লিংক থাকলে শেয়ার করেণ।ডাউনলোড হয় না।

    আপনি হয়তো ডাউনলোড করতে পারেন নি। অলরেডি ৫৪৫ বার ডাউনলোড হইছে ।

Level New

Current price of this app in playstore is $ 0.99 only.

You are wrong 🙂 https://play.google.com/store/apps/details?id=com.remaller.android.wifitalkie&hl=en