বিশ্বের প্রথম সবচেয়ে বড় বাংলা টেকনোলজি সৌশাল নেটওয়ার্ক – টেকটিউনসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি টেকটিউনার রিদম দত্ত।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে হাই কোয়ালিটি প্রিমিয়াম ইমেজ গুলো ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করবেন। অনেক সময় আমাদের কাজের তাদিগে প্রয়োজন পরে হাই কোয়ালিটি প্রিমিয়াম ইমেজ গুলোর। বিশেষ করে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার ও গ্রাফিক্স ডিজাইনার তাদের সব সময় নিত্য নতুন ইমেজ নিয়ে কাজ করতে হয়।
তো আমার যে ইমেজটি দরকার সেটি লিখে সার্চ করলাম
এর পর চিত্র ট্যাবে ক্লিক করুন
এখন আপনি চায়ছেন নির্দিষ্ট সাইজ এর ইমেজ ডাউনলোড করতে। সেটি করতে অনুসন্ধান সরঞ্জামসমূহতে ক্লিক করুন দেখবেন আরও কয়টি ট্যাব নিচে চলে এসেছে বাম দিকে একটি মাপ নামে অপশন আছে সেখানে ক্লিক করে এর চেয়ে বড় এই অপশনটিতে ক্লিক করে আপনার নিদিষ্ট সাইজ এর ইমেজটি ডাউনলোড করে নিতে পারবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
তো আমি ৪ মেগা পিক্সেল এর কাছাকাছি একটি ছবি ডাউনলোড করছি। চিত্রতে ক্লিক করুন।
এর পর আপনি আপার হাই কোয়ালিটি ইমেজটি পেয়ে যাবেন। এর পর সেভ ইমজেস এ ক্লিক করে ইমেজটি ডাউনলোড করতে পারেন।
গুগল থেকে হাই কোয়ালিটি ইমেজ সংগ্রহের সিস্টেমটি আপনারা সবাই জানেন। এর পর ও দেখালাম ।
শুধু থিম ফরেস্ট না একই নিয়মে আপনারা যে কোন ওয়েব সাইট এর ইমেজ গুলো ডাউনলোড করতে পারেন। তবে কিছু কিছু ওয়েব সাইটে আবার এই নিয়মটি কাজ করে না।যারা বেশির ভাগ সময় ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ তাদের প্রথম পছন্দ থাকে থিম ফরেস্ট এর টেমপ্লেট বা থিম গুলো যে থিম গুলোতে শুধুমাত্র লাইভ প্রিভিউ আছে শুধু মাত্র সেগুলোর ইমেজ ডাউনলোড করতে পারবেন অন্যথায় পারবেন না।
প্রথমে মোজিলা ফায়ারফক্সে ওপেন করে, থিম ফরেস্ট ওয়েব সাইটে যান এর পর যেকোন একটি থিম ওপেন করুন। এর পর নিচের স্টেপ গুলো ফলো করুন।
যেমন আমি Balat Muse এই থিমটি ওপেন করলাম। এর পর Live Preview তে ক্লিক করুন।
live preview তে ক্লিক করার পর পুরো পেজটি আপনার সামনে প্রদর্শিত হবে। পেজটির স্ক্রীন শট নিতে গিয়ে প্রব্লেম হয়েছে আপনারা এই লিঙ্কে গিয়েhttp://themeforest.net/item/balat-fitness-one-page-muse-template/full_screen_preview/12182213 গিয়ে পেজটি দেখতে পারেন।
যায় হোক,কিভাবে আমরা এই পেজ এর সকল ইমেজ ডাউনলোড করতে পারি তাও আবার একসাথে। দেখা যাক
প্রথমে পেজটির ওপর মউস এর রাইট বাটন চাপুন এর পর view page info তে ক্লিক করুন
এর পর একটি বক্স শো করবে এর এইখানে মিডিয়া ট্যাবটি সিলেক্ট করুন দেখবেন ওয়েব সাইটে যত ইমেজ আছে সব ইমেজ এর লিস্ট শো করছে।
সব ইমেজ ডাউনলোড করতে হলে Select All বাটনে ক্লিক করুন।
এর পর দেখুন সব একসাথে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে।
যে ফোল্ডারটিতে ইমেজ গুলো ডাউনলোড করেছেন সেটি ওপেন করুন।যেমন আমি Working নামক ফোল্ডারটি সিলেক্ট করেছি তাই সেখানে সব ইমেজ ডাউনলোড হবার কথা। দেখুন সব ইমেজ চলে এসেছে।
Evento মার্কেট প্লেস এর আরও একটি প্রতিষ্ঠান হল Photodune এই মার্কেটপ্লেসটি শুধু মাত্র ইমেজ নিয়ে । এই মার্কেটপ্লেসে সকল ইমেজ প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি একএকটি ইমেজ এর প্রাইজ প্রায় ১ থেকে ৭ ডলার এর মত তো কিভাবে আমরা এই ইমেজ গুলো ডাউনলোড করতে পারি,এই ইমেজ গুলো তাদের বেশি পছন্দ হবে যারা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন কারন যেকোন স্লাইডার বা ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট ডেভেলপ করতে এই ইমেজ গুলো প্রয়োজন পড়ে থাকে।
http://photodune.net/ এই লিঙ্কে যান এর যে কোন একটি ইমেজ অথবা সার্চ করে বের করুন এবং পছন্দ করুন। এবং Sales থেকে Top Sell সিলেক্ট করুন। {যে ইমেজ গুলো বেশি সেল হয়েছে শুধু মাত্র সে ইমেজ গুলো আমরা ডাউনলোড করতে পারব।}
যেমন আমি নিচের ইমেজটি ডাউনলোড করতে চাই তাও আবার Extra Large সাইজ কিন্তু ৭ ডলার দেয়া লাগবে। কিভাবে এইটি ফ্রীতে ডাউনলোড করা যায় চলুন দেখা যাক।
ইমেজটির ওপর মাউস এর রাইট বাটন চেপে কপি ইমেজ লোকেশন এ ক্লিক করুন। নিচের ইমেজটির মত
এর পর গুগলে প্রবেশ করে ডানদিকে একটি অপশন আছে চিত্র নামে সেখানে ক্লিক করে প্রবেশ করুন
এর পর কেমরার আইকনটিতে ক্লিক করুন
এর পর কপি করা লিংকটি পেস্ট করুন।
চিত্র অনুসারে সন্ধান করুন এই বাটনটিতে ক্লিক করুন এর পর দেখুন ইমেজটি চলে এসেছে।
এর পর সকল মাপ লিংকে ক্লিক করুন দেখবেন সব ইমেজ চলে এসেছে।
এর পর আপার যে সাইজটি দরকার সেটি ডাউনলোড করুন নিচের মত। চিত্র দেখুন এই বাটনে ক্লিক করুন।
এর পর দেখুন ৭ ডলার এর ইমেজটি আপনার সামনে এসে হাজির Save images As দিয়ে ডাউনলোড করুন।
ব্যাখ্যাঃ আমারা না হ্য় প্রিমিয়াম ইমেজ গুলো নাই কিনলাম কিন্ত অনেকে আছেন যারা এই ইমেজটি যারা কিনে তাদের ওয়েব সাইট এ ব্যবহার করেছে। আমরা জানি সকল ওয়েব সাইট গুগলে ইনডেক্স করা থাকে যার ফলে প্রতিটি ওয়েব সাইট এর ইমেজ আমারা গুগলে পাই আশা করি বুঝতে পেরেছেন।
২. http://www.freedigitalphotos.net
৯. http://www.zedge.net/wallpapers
১০. http://www.freephotosbank.com/
১১. http://www.freerangestock.com/
১২. http://www.imageafter.com/
১৪. http://www.freemediagoo.com/
২৩ .http://www.gratisography.com/
৩১. https://unsplash.com/
৪১. http://www.resplashed.com/
৪৪.http://www.stock-image-point.com/
৪৫.http://startupstockphotos.com/
এছাড়া গুগল ও টরেন্ট সাইট গুলোতে হাইকোয়ালিটি প্রিমিয়াম ইমেজ পাবেন।
অনেক সময় আমাদের ইমেজ কম্প্রেস করার প্রয়োজন পরে,আর সব সময় হাতের কাছে ফটোশপ থাকে না তাই অনলাইনে কাজটি সারতে হয়।
প্রথমে এই ওয়েব সাইটটিতে প্রবেশ করুন http://compressnow.com/
এর পর Upload an Image বাটনে ক্লিক করুন এর আপনার হার্ডডিস্ক থেকে যেকোন একটি হাই কোয়ালিটি ইমেজ ওপেন করুন।
এর পর Compress Now বাটনে ক্লিক করুন। এর পর দেখুন ৮ এমবি ইমেজ থেকে ১.৪০ এমবি হয়ে গিয়েছে।
ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
onek kajer tune… priote rakhlam…