বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমাদের প্রায় সময়ই জিমেইল একাউন্ট দরকার হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে একই ব্রাউজারে একটা বা দুইটার বেশি জিমেইল একাউন্ট খুলতে গেলে বা অনেক সময় একই আইপিতে একটা বা দুইটার বেশি জিমেইল একাউন্ট খুলতে গেলে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আবার একই নাম্বার দিয়ে ৫/৬ টির বেশি একাউন্ট ভেরিফিকেশন করা যায় না। তাই এটি বেশ সমস্যার কথা।
আজ আমি দেখাব কিভাবে মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খোলা যায়। বিষটি হয়ত অনেকেরই জানা, তবু যারা জানেন না তাদের জন্যই আমার এ প্রচেস্টা।
এর জন্য প্রথমে আপনার gmail নামে একটা এপ থাকতে হবে।
প্রথমে gmail নামে এপটি খুলুন। বাম দিকের উপরে সমান চিহ্নের (=) উপর ক্লিক করুন।
এবার একেবারে নিচে চলে আসুন। সেখান থেকে Setting এ ক্লিক করুন।
এবার Add Account এ ক্লিক করুন।
এবার Set Up Email এ Google বাছাই করুন। এবার Next চাপুন।
নতুন পেজে দুটি অপশন দেখতে পাবেন। Existing এবং New দেখতে পাবেন। সেখান থেকে New বাছাই করুন।
নতুন পেজে নাম দিন। এবার সামনে আগান।
নতুন পেজে ইমেইল এড্রেসের নাম দিন। আবার সামনে যান।
এবার password এর ঘরে password দিন। আবার সামনে যান।
এবার setup recovery options এ ক্লিক করুন।
নতুন পেজে আপনার মোবাইল নাম্বর ও অন্য একটি ইমেইল দিন।
আপনি চাইলে এ অপশনটি পাস করে যেতে পারেন। মোবাইল নাম্বার দিলেও কোন ভেরিভাই কোড চাইবে না। তবে ভবিষ্যতে রিকোভারী করতে কাজে লাগবে।
আবার সামনে এগিয়ে যান।
এবার communication এর নিচের ঘরে টিক দিয়ে সামনে এগিয়ে যান।
এবার I accept এ ক্লিক করুন। কিছু সময় নিবে। নেট স্পীড ভাল হলে ২০/৩০ সেকেন্ড বা কম বেশি।
এবার ক্যাপছা আসলে তা লিখুন। সামনে এগিয়ে যান। কিছু সময় নিবে।
ব্যাস হয়ে গেল একটি জিমেইল একাউন্ট।
এভাবে যত খুশি মোবাইল ভেরিভিকেশন ছাড়াই জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
টিউন নেয়া হয়েছে এখানে থেকে।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন।
আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।
আমার আগের টিউনটি দেখে নিতে পারেন
আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।
আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩ থেকে ৪ টার বেশি করা যায় না ।