সচল থাকুক সিডি বা ডিভিডি-রম ড্রাইভ (পড়ুন, কিছুটা হলেও আপনার উপকারে আসবে)[প্রথম টিউন]

————————– بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–

আসসালামু ওয়াইলাইকুম সম্মানিত টিকটিউনস টিউনার, মুডারেটর ও ভিজিটর ভাই-বোনেরা। সবাই কেমন আছেন। আশা করছি আল্লাহ পাকের দোয়াই আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন।  😉

টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। জানি না আমার আজকের এই টপিক নিয়ে এর আগে কেউ টিউন করেছেন কিনা? এ কথা বলার কারন, আমি সার্চ করেও পাইনি। যদিও এর আগে এই টপিক নিয়ে কেউ টিউন করে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।  😥 

কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে ফিরে যাওয়া যাকঃ

বাসার কম্পিউটারে সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকবেই। তবে কম্পিউটারে এই যন্ত্রাংশকে সবসময় সচল রাখতে বাড়তি যত্ন চাই। এ জন্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি।

  • কখনোই সিডি বা ডিভিডি-রম ড্রাইভের ট্রেটি হাত দিয়ে ধাক্বা দিয়ে বন্ধ করবেন না। এতে ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে। ট্রেটি বন্ধ করার জন্য এর অন-অফ বোতাম ব্যবহার করুন।
  • সিডি বা ডিভিডি সব সময় বিশেষ খাপে বা বাক্সে সংরক্ষণ করুন। এতে করে আপনার প্রয়োজনীয় ডিস্ক গুলো ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
  • সব সময় সিডি বা ডিভিডির বহিরাবরণে হাত রাখন। সিডি বা ডিভিডির ডেটা অংশে যেন কোনো ভাবেই আঙুলের ছাপ বা আচঁড় না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
  • সিডি বা ডিভিডির ডেটা অংশে ধুলো বালি, আঙুলের ছাপ অথবা ফাঙ্গাস জমলে তা কাচ পরিষ্কার করার তরল (গ্লাস ক্লিনার সলিউশন) দিয়ে মুছে ফেলুন। সিডি বা ডিভিডির ডেটা অংশটি পরিষ্কারের জন্য সব সময় নরম এবং পরিষ্কার কাপড় অথবা তুলা ব্যবহার করুন।
  • অতিরিক্ত দাগ (ঙ্ক্র্যাচ) পড়া সিডি বা ডিভিডি কখনোই আপনার ড্রাইভে প্রবেশ করাবেন না। এতে করে সিডি বা ডিভিডি-রম ড্রাইভের লেন্সের ক্ষতি হতে পারে।
  • সিডি বা ডিভিডি চালানোর সময় যদি অতিরিক্ত কম্পন (ভাইব্রেশন) এবং শব্দ হয়, তাহলে সিডি বা ডিভিডি-রম ড্রাইভটি আনুভূমিক অবস্থানে আছে কি না, তা পরিক্ষা করে দেখুন। আবার ডিস্ক ভারসাম্যহীন হলে এ রকম শব্দ করে থাকে।
  • সিডি বা ডিভিডি-রম ড্রাইভের লেন্সটি কমপক্ষে মাসে একবার পরিষ্কার করুন।

 

[বিঃদ্রঃ] আজকের টিউনে শুধু মাত্র আপনাদের মতামত ব্যক্ত করছি। টিউনটি কেমন হয়েছে, কেমন হলে আরো ভালো হতো, লেখার ধরন কেমন ছিলো, ঠিকঠাক করতে পেরেছি কিনা বা কাছাকাছি হলেও যেতে পেরেছি কিনা…. ইত্যাদি- ইত্যাদি।।।

আপনাদেরকে ঘিরেই অনলাইনে আমার পথ চলা। সুতরাং বুঝতেই পারছেন, আপনাদের এক একটা মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ন।  😛 

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামি টিউনে।।।  😀

 

আপনাদের সাহায্যার্থে  আমাকে পাবেন  ➡  

Level 1

আমি JafarVP। , Orchid Tour & Travels, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখার এবং নতুন কিছু জানার আগ্রহ প্রবনতা বেশী এবং তা অন্যদের শিখাতে পারলেই নিজেকে সার্থক বলে মনে করি।।। চেষ্টা করবো আপনাদের সব সময় নতুন কিছু উপহার দেওয়ার জন্য।।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু জানতাম, কিছু নতুন ভাবে জানলাম, ধন্যবাদ আপনাকে । লেন্স পরিস্কার করার পদ্ধতিটি জানালে আরো উপকৃত হতাম ।

ধন্যবাদ লিখার জন্য

    #মোঃ_আব্দুল_কাউসার: ধন্যবাদ জানাই আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি আগামীতেও পাশে থাকবেন 😀

কাজের টিউন, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

    মুহাঃ সাদিক: ধন্যবাদ জানাই আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি আগামীতেও পাশে থাকবেন 😀

প্রথম টিউন হিসাবে অনেক ভালো লিখেছেন। আজকাল যেখানে অধিকাংশ টিউনার কপি পেস্ট এর দিকে ঝুঁকে যাচ্ছে সেখানে সম্পূর্ণ নতুন বিষয়ে লিখতে আপনার আগ্রহ দেখে অভিভুত হলাম। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো টিউন করে টেকটিউনস পরিবারকে প্রযুক্তির সুরে মাতিয়ে রাখবেন। নতুন টিউনার হিসাবে কিছু পরামর্শ-

১. সম্পূর্ণ নতুন কন্টেন্ট তৈরীর এই আগ্রহ সব সময় মনে জাগ্রত রাখবেন।
২. টিউনে পর্যাপ্ত ছবি ব্যবহার করার চেষ্টা করবেন এবং বানানের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন।
৩. প্রত্যেকটি টিউন টিউনারদের জন্য না বরং টিউজিটরদের জন্য করা হয়, তাই সম্বোধনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন।
৪. কখনোই তাড়াহুড়া করে অসম্পূর্ণ টিউন করবেন না। আজকাল অনেক টিউনার এই কাজটি করে। বলে তাড়াহুড়া করছি বলে টিউন খারাপ হয়েছে।
৫. আর টিউনের সংখ্যা বাড়াতে গিয়ে টিউনের মান খারাপ করবেন না কোনদিন। কারন সত্যিকারের প্রযুক্তি প্রেমিরা টিউনের সংখ্যা দেখে না দেখে কোয়ালিটি।

আশা করি একদিন আপনি সফল টিউনারদের সারিতে চলে আসবেন। আপনার জন্য সব সময় শুভ কামনা থাকবে। ধন্যবাদ।

    সানিম মাহবীর ফাহাদ: যে সব ভুল ইতিমধ্যে আমার টিউনে ধরা পড়েছে তার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।
    সত্যি আমি খুবই সৌভাগ্যবান, যে আপনার মতো এমন একজনের টিউনারের কাছ থেকে গুরুত্বপূর্ন অনেক কিছু পরামর্শ পেয়েছি।

    ফাহাদ ভাই, আপনার এমন শু-পরামর্শ গুলোই আমার আগামী চলার পথে পেরুনা জোগাবে।

    আপনার এক একটা পরামর্শ আমার জন্য এক একটা আর্শিবাদ। 😀

    ধন্যবাদ ফাহাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতেও আপনার টিউমেন্ট আশা করছি। 🙂

হম ভাল টিউন করেছেন, আর ফাহাদ ভাই এর সাথে পুরাপুরি এক মত ।আপনার জন্য শুভ কামনা রইল,সাথে আছি ।

    রিদম দত্ত: ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। 😀

খুব ভাল লাগলো এবং নতুন টিউনার হিসাবে শুভ কামনা রইল।-ধন্যবাদ

    ফেরী ওয়ালা: ধন্যবাদ জানাই আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি আগামীতেও পাশে থাকবেন 😀

ভাই আমার laptop টা windows 7 থাকা কালে কিছু কিছু CD /DVD ক্যাসেট চলত
কিন্তু windows 8.1 pro দেওয়ার পর কোন ক্যাসেট ই পায় না / চলে না

এখন কি করতে পারি ?

laptop: hp probook 4440s

    কাইউম হোসাইন: ভালো ভাবে Windows Setup দিন। আপনার hp এর নিজেস্ব Driver Install দিন।
    তাও যদি না হয় তবে Drive এর লেন্স টিক আছে কিনা দেখেন বা আপনার Drive এর কোনো সমস্যার থাকলেও এমনটা হতে পারে। তাও যদি না হয় তবে ভালো এক্সপার্ট কাউকে দেখান 😀

প্রথম টিউন হিসাবে ভালো টিউন হয়েছে।
আশা করি পরবর্তীতে আরও অনেক ভালো ভালো টিউন পাবো ।

    আইনুল ইসলাম: ধন্যবাদ ভাই আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি আগামীতেও পাশে থাকবেন :_D

ধন্যবাদ আপনাকে । লেন্স পরিস্কার করার পদ্ধতিটি জানালে আরো উপকৃত হতাম ।

    ফ্রি বিডি: ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। 😀

সুন্দর 😀

    Yellow_Flash: ধন্যবাদ ভাই আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। 😀