بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম,
আগের পর্বে আমি Virus এর সক্রিয়তা (Autorun) কি ভাবে কমানো যায় তা বলে ছিলাম। ভাইরাস Pen drive Virusএর চেয়েও সক্রিয়তম মাধ্যম হল Internet যা দিয়ে শুধু বিস্তার না , সঙ্গে নিজেকে Up-to-date করার ক্ষমতা ও রাখে যা আমাদের সকলের আজানা না। সাধারনত আমরা খুব কম জনই উইন্ডোজ আপটুডেট করে থাকি যার ফলে দুর্বল Firewall কে ভেঙ্গে নিজেকে প্রবেশ করিয়ে নিজেকে সক্রিয় ও শক্তিশালী করে তোলে । যা আমরা সব সময় বুঝতে পারি না, আবার বুঝতে পারলেও Task Manager দিয়ে বন্ধ করতে পারি না পারলেও তা পুনরায় সক্রিয় হয়ে যায় আর প্রসেসিং তে সক্রিয় থাকা ফাইল কে সনাক্ত করেও আমরা Delete বা Move বা Rename করার সুযোগ পাই না। এর জন্য আমরা Task Manager বিকল্প হিসাবে ব্যবহার করব Process Explorer 12.04 যা দিয়ে আমরা খুব সহজেই ভাইরাস সনাক্ত করতে পারব যা এক প্রকার Processes এর মধ্যে ঘটে যাওয়া প্রসেসিং এর উপর নজর রাখা যাবে কিংবা কোথা থেকে প্রসেসিং হচ্ছে তা জানার সাথে সাথে বন্ধ করা বা ঘটে যাওয়া Process কে Suspend (নিস্ক্রিয়) করে রাখার সুযোগ পাব (এই অপশনটি Task Manager এ নেই।)
আবার আরও একটি অপশন কোথা থেকে প্রসেসিং হচ্ছে তাও আমরা জানতে পারবেন
ভাইরাসের ফাইলটি সাধারনত কোম্পানির নামের উল্লেখ থাকে না আর নিজেকে প্রসেসিং করাতে প্রসেসারকে বাধ্য করে । Process Explorer 12.04 তাদের রং গোলাপী হয়ে যায় ফলে সহজেই সনাক্ত করতে পারব
তবে এই প্রসঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে আমরা বিভিন্ন ধরনের ফাইল চালাই যাদের কোম্পানি নাম থাকে না ও সাথে সাথে সেই প্রোগ্রাম প্রসেসারে প্রসেসিং হয় তাদের রং ও গোলাপী দেখাবে কিন্তু আপনি জানেন আপনি কি চালাচ্ছেন তাই সেটি কে সনাক্ত করতে সুবিধা হবে। অনেক সময় Task Manager না খুললেও এর সাহায্যে Task Manager প্রোগ্রেসেস যাবতীয় কাজ আপনি করতে পারবেন। যেমন কোন প্রসেস বন্ধ করা ও আরও নানান নিচের ছবিতে দিলাম
আবার একে আপনি Task Manager এর বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারবেন (Replace করে )।
তখন Task Manager এর পরিবর্তে Process Explorer খুলবে।
এই পর্বে এতটাই থাক পরের পর্বে ও সব ফাইল ডিলিট করার ব্যাপারে বলব। মন্তব্য করবেন ভাল লাগবে।
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
সাইফুল্লাহ ভাই টিউনের জন্য আপনাকে ধন্যবাদ। চালিয়ে যান ভাই …………………….