সকলেই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি। আজ আমি যে টিউনটি আপনাদের মাঝে শেয়ার করব তা হয় তো বা শিরোনাম দেখেই বুঝে গেছেন। আর আমরা যখন কোন ওয়েবসাইট ভিজিট করি তখন অনেক সময় আমাদের মনে আকাঙ্খা জাগে যে এই সাইটটির ভিজিটর না জানি কত ? তো আপনাদের মনের এই আখাঙ্কা পূরণের জন্যই আজকের এই টিউন তা হলে চলুন দেখি কোন ওয়েব সাইটের ভিজিটর কত?
ওয়েব সাইটের ভিজিটর দেখার জন্য আমি যে সাইটটি ব্যবহার করি তা হলঃ http://website.informer.com
এখানে প্রবেশ করার পর নিচের মত একটি এন্টারফেস আসবেঃ
তার পর লাল দেয়া জায়গাটির মধ্যে যে কোন একটি সাইট লিখুন এবং দান পাশে Search ক্লিক করুন।
যেমনঃ আমি লিখলামঃ techtunes.io
তার পর নিচের মত একটি ইন্টারফেস আসবেঃ
এখানে দেখতে পাচ্ছেন টেকটিউনস এর দৈনিক ভিজিটর, পেজ ভিউ, ও আলেক্সা রেঙ্ক সহ সাইটের DNS।
আবার
তাছাড়া দান পাশে সবার উপরে ব্রাউজারের এডন্স রয়েছে এটি ইন্সটল করলে আপনার website.informer.com নামক সাইটে প্রবেশ করতে হবে না। যে কোন সাইটে প্রবেশ করার সাথে সাথে ঐ সাইটের গুগল পেজ রেঙ্ক দেখাবে এবং এডন্স এর আইকন এ ক্লিক করলে সাইট এর ভিজিটর, পেজ ভিউ, ও আগের মত সব দেখাবে।
-টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আরাফাত রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ আরাফাত রহমান, পেশায় একজন ছাত্র । বর্তমানে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থী হিসেবে ময়মনসিংহের ভালুকার “সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজে” অধ্যয়নরত আছি । প্রযুক্তিকে ভালবাসি তাই সব সময় প্রযুক্তির সাথেই থাকি । প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চেষ্টা করি এবং তা অন্যকে শেখাতে ভালবাসি । পাশাপাশি দুই প্রযুক্তি খোর মিলে “ময়মনসিংহসোর্স”...
দারুন জিনিসের জন্য ধন্যবাদ।
দৈনিক কতটি পোস্ট করা হয়েছে তা জানার কোন সাইট জানা থাকলে শেয়ার করবেন।