নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ৩৫ তম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

আমাদের অনেকের ই  মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

 

>>>ডাউনলোড করুন<<<

 

এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

অ্যাপটির সাইজ মাত্র ২  MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার প্রথম ৫টি টিউন আপনারা দেখতে পারেন।

 

১। নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার।

২। যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।

৩। ১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

৪। যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

৫।

ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন, আমি আমার একটি ৪gb memory card ব্যবহার করতে পারছিলাম না, এতে ডেটা ছিল, কিন্তু কিছুতেই ফরম্যাট করতে পারছিলাম না, আমি তো ভেবেছিলাম ফেলেই দিতে হবে, কারন এতে কোন নতুন ডেটা নিতে পারছিলাম না,
আজ সকালে সফটওয়্যার টা Download করলাম , আমার মেমোরি কার্ড ঠিক হয়ে গেছে

    শুনে ভাল লাগলো টিউনটি পড়ে আপনি উপকৃত হয়েছেন । আমার টিউন টি করা তাহলে সার্থক ।

আমার একটা মেমরি কার্ড শো করেনা My Computer এ, এটা ঠিক করা যাবে কি টিউনার ভাই, আশা করি উত্তর পাবো

Level 2

টিউনের জন্য ধন্যবাদ। তবে এই সফটওয়্যার দিয়ে Write Protect কোন ম্যামুরী ফরম্যাট করা যায় না।

ভাই আমার এক্টা মেমরি কার্ড আছে।তবে তা সুধু read permission আসে।মানে তা write/executive/delete এগুলা হয় না।।।pc থাইকে format নেই না।।।কোনো কিছু আসে বা যাই না।।।(only read) ।।এখন কি করব।।।plz হেল্প করবেন।সম্ভবত ntfs e format দিলে হবে।তবে try করেও format হই নি।।

thanks vi download kora rakhlam pora hoy to kaje lagbe.

Íধন্যবাদ,
সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য, এ সব সমস্যায় প্রত্যেকে পড়ে কিন্ত Write Protect থাকলে কি করনিয়? আমার মেমরী কার্ড টি Write Protect দেখায়, সমাধান থাকলে উপকৃত হব।

আমার একটি মেমরি কার্ড আছে যেটা কম্পিউটার এ প্রবেশ করালেই ফরম্যাট চায়। এটা কি ঠিক করার কোন টেকনিক আছে ?

On no kono link den.