জিপি সকল সিমে ২জিবি অফার

আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নিবেন। আশা করি টেকটিউনস পরিবারের সবাই ভালই আছেন, এবার আসি কাজের কথায়- বুঝতেই পারছেন- জিপিকে বাশ দেয়ার এখনই সময়, জিপি সকল রানিং সিমে মাত্র ১০.৬৬ টাকায় ২জিবি ইন্টারনেট,  এক জিবি ফেইসবুক এক জিবি ইন্টারনেট আর কি চাই

শুধু ডায়েল করুন  *500*91# আমি এ পযন্ত চারটা সিমে দশ বার করে ৪০ জিবি নিয়েছি, তাই বন্ধ হওয়ার আগেই নিয়ে নিন, আমি এপযন্ত দশবার নিয়েছি

শর্তাবলীঃ

  • প্যাকটির মেয়াদ ১মাস
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন
  • অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
  • অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৫০০*৯১#
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৭#
  • মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
  • 3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
  • প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন দশ বার নিতে পারবেন
  • প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত

কোন সমস্যা হলে টিউমেন্ট করুন এখন ফেইসবুকে আছি

ফেইসবুুকে আমি

Level 0

আমি তিতুমীর হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা অনেক ওল্ড অফার এবং সব সিমের জন্য প্রযোজ্য নয় । আর একবারই গ্রহনযোগ্য । আমি একটা সিমে পাইছি দ্বিতীয়বারে already এভাইলড দিস অফার বলছে ।

    আপনার ধারনা ভুল সকল জিপি সিমের জন্ন ৯টাকাই ২জিবি অফার… আপনি ডায়াল করে দেখুন…সবাই পাবেন…আমার রানিং ৪টা সিমে পাইছি…।।

এই টিউন আগেই আমি পাবলিশ করেছি । আবার করার কি দরকার ভাই ?? বুঝি না কিছু ……।

ধন্যবাদ ভাই ।।
SORRY……
FOR PREVIOUS COMMENT……

আসলে সকল সিমে এই অফার নতুন দিছে আগে তো বন্ধ সিমে দিয়েছিল এখন সেই অফার সকাল মিসে দিয়েছে।

যে হারে আপনারা দেয়া শুরু করসেন কখন জানি বন্ধ করে দেয়

জানি বন্ধ করবে তো অবশ্যই, কিন্তু হারামী জিপিকে একা বাশ দিতে আর ভাল লাগে না তাই সকলে মিলে দিবো।

কত টাকা লাগবে (ভ্যাট ও শুল্ক সহ)? জানালে খুশি হব

vai ami profile photo dibu kivabe? please video tutorial den…………….

আপনাকে ধন্যবাদ । সংবাদ দেওয়ার জন্য।

আমি তো ৪বার পেলাম

pailam na

মেয়াদ বাড়ানোর উপায় টিউনে বললে বেশী উপকার হবে। আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি ৩ সিম এ ১৫ জিবি নিয়েছি,

আমি এক সিমে ১০জিবি নিছি, আরো নিবো।

থ্যাংকু

Thanks a lot

বন্ধ হয়ে গেছে।

দুঃখিত

ভাই….একবার নেয়ার পর আর নিতে পারছি না….প্লিজ হেল্প….

Dear Customer,
sorry you are not eligible to avail this offer.

Taka katbe mone hoy

Level 2

2 SIM E 14GB nisi.

Level 0

AMI 2BAR PISE BUT EKHON DEKHITASE YOU ARE NOT ELEGABLE FOR THIS OFFER

aita kicu holo
4 ta sim a boltice – U r not eligible
dhur

আমি একটি চালু সিমে ১১ জিবি ও ১০ জিবি ফেইসবুক ডাটা পেয়েছি কিন্তু অন্য ৩ টি সিমে পাইনি।

মেয়াদ বাড়ায় কিভাবে ? দয়া করে বলবেন ।

Shobai pailo..

Btw ami pailam nah :/

Vai Amar 2 ti sime Dkekhacche YOU ARE NOT ELEGABLE FOR THIS OFFER

Level 2

আমি 3সিমে 30জিবি পাইছি।

এই এসএমএস দিয়া আমার টাকা ফিরত দিসে জিপি
Dear customer, due to an error you were able to opt-in at 9 Tk 1 GB offer. We will refund & opt you out of the offer. We apologize for the inconvenience