আমাদের দেশীয় কোম্পানী টেলিটক নিয়ে আসছে ২৫ জিবি 3G ইন্টারনেট মাত্র ১,০৫০টাকা+১৫% ভ্যাট+সারচার্জ।
এক্টিভ করতে আপনার ফোনের মেসেজ এ গিয়ে লিখুন D17 আর পাঠিয়ে দিন 111 নাম্বারে। এই প্যাকটি ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে, মেয়াদ ৩০দিন। স্পিড বলা আছে ২৫৬ কেবিপিএস কিন্তু যারা টেলিটক ব্যবহার করন তারা জানেন যে টেলিটক একটু বেশীই স্পিড দেয়। আমি এভারেজ ৩০০ থেকে ৫১২ পর্জন্ত পাই, বেশীও হয়! সকল সিম যেমনঃ ইয়ুথ, একুশ, বর্নমালা ইত্যাদি যা যা আছে সবাই ব্যবহার করতে পারবেন।
কিছু কথাঃ
যাদের ব্রডব্যান্ড নাই, তারা ভালো করেই জানেন ইন্টারনেট এর আজাইরা বিল এর জ্বালা কি। আর FUP বা ফেয়ার ইউসেজ পলিসি তে আনলিমিটেদ ইন্টারনেট এর নামে আমাদের মতো সাধারন জনগনের সাথে যে প্রতারনা করা হয়, তাতে আমরা যেমন ভুক্ত ভোগী তেমনি দেখার মতো কেউ নাই। সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে ব্যান্ড উইথ কিনে আমাদের কাছে অনেক চড়া মূল্যে তা বিক্রি করা হয়। মাঝে মাঝে কম দামে ইন্টারনেট পেলে তাও আবার নানা রকম সীমাবদ্ধতায় ভরা। মাঝে মাঝে কিছু প্যাক দেখলে এমন হাসি পায় যে কি বলবো। যাই হোক, আমাদের দেশীয় টেলিটকের এই প্যাকটা আমার কাছে সহনীইয় মনে হয়েছে। যারা বিভিন্ন প্লাটফর্মে কাজ করেন, তাদের অনেকটা কাজে আসবে আশা করি। অন্তত কিছুটা সাশ্রয় হবে আর কি।
নোটঃ আমি টেলিটকের প্রচারক না। যারা প্যাকটা সম্পর্কে যানেন, ভালো কথা। কিন্তু যারা জানেন না, তাদের জন্য আমার এই লেখা। ভালো থাকবেন সবাই।
ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ থেকে।
সাথে থাকতে পারেন ফেসবুক গ্রুপ এ।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
জিপি তে ১০০ টাকায় ১১ জিবি 3G ইন্টারনেট নিলাম । টেলিটকের চাইতে অনেক ভাল ।