আমরা অনেক সময় আমদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট ডেস্কটপ এ রাখি। যদি কোন কারনে OS crash করে তাখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে...... কেন যে ডকুমেন্ট টা অন্য drive এ কপি করলামনা!!!
এখন থেকে আর এই ভুল করলেও মাথার চুল ছিড়তে হবেনা......
নিচের কোডিং টি dsktpLocChngr.reg (extension হিসেবে .reg অবস্যয় দিতে হবে) কোনো একটি drive এ save করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\User Shell Folders]
"Desktop"="D:\\Data\\Desktop"
এখন file টিতে ডাবল ক্লিক করে yes দিয়ে ok দিন
আপনার পিসি Restart করুন।
Note: -
আপনি চাইলে “D:” এর যায়গায় অন্য কোনো drive উল্লেখ করে দিতে পারেন
(যদি কেউ এই ধরনের পোস্ট আগে দিয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করবেন)
আমি অনিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পরকে আর কি বলব। আমি সাদাসিদা একজন মানুস।
অনিক ভাই আপনার নামের বানানটি দয়া করে ঠিক করুন। সবার উদ্দেশ্যেঃ আর কেউ এই প্রবলেমে পড়ে নিজের মাথার চুল না ছিঁড়ে “লাইভ সিডি অথবা ডিভিডি” জোগাড় করে ডেস্কটপের সকল ফাইল পুনরুদ্ধার করে নিবেন। ভালো থাকবেন। আর টিউন চালিয়ে যান………………………। 🙂