ডেস্কটপ লোকেশন পাল্টান মাত্র এক ক্লিকে……

আমরা অনেক সময় আমদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট ডেস্কটপ এ রাখি। যদি কোন কারনে OS crash করে তাখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে...... কেন যে ডকুমেন্ট টা অন্য drive এ কপি করলামনা!!!

এখন থেকে আর এই ভুল করলেও মাথার চুল ছিড়তে হবেনা......

নিচের কোডিং টি dsktpLocChngr.reg (extension হিসেবে .reg অবস্যয় দিতে হবে) কোনো একটি drive এ save করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\User Shell Folders]

"Desktop"="D:\\Data\\Desktop"

এখন file টিতে ডাবল ক্লিক করে yes দিয়ে ok দিন

আপনার পিসি Restart করুন।

Note: -

আপনি চাইলে “D:” এর যায়গায় অন্য কোনো drive উল্লেখ করে দিতে পারেন

(যদি কেউ এই ধরনের পোস্ট আগে দিয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করবেন)

Level 0

আমি অনিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সম্পরকে আর কি বলব। আমি সাদাসিদা একজন মানুস।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনিক ভাই আপনার নামের বানানটি দয়া করে ঠিক করুন। সবার উদ্দেশ্যেঃ আর কেউ এই প্রবলেমে পড়ে নিজের মাথার চুল না ছিঁড়ে “লাইভ সিডি অথবা ডিভিডি” জোগাড় করে ডেস্কটপের সকল ফাইল পুনরুদ্ধার করে নিবেন। ভালো থাকবেন। আর টিউন চালিয়ে যান………………………। 🙂

আল-আমিন@
আপনি কি মন্তব্য করলেন কিছুই বুঝলাম না। আর একটু ভাল করে টিটির নীতি মালা পড়ে নিবেন।
এভাবে এডড দেত্তয়া ঠিক না। দেখতে বিরক্ত লাগে। আপনার সাইট যদি ভাল হয় তবে এমন করে এডডের দরকার হয়না।

@অনিক খান
ভাল হয়েছে। আপনার কাছে আরত্ত সুন্দর সুন্দরটি্উন আশা করি……..

Level 0

খুবই দরকারী একটা টিপস দিয়ে উপকার করলেন – এজন্য আপনাকে অনেক ধন্যবাদ অনিক ভাই। ও আর একটা বিষয়- প্রোগ্রাম সেটআপ করার সময় C:\Program Files বাদ দিয়ে কিভাবে D:\Program Files বা E:\Program Files স্বয়ংক্রিয় ভাবে করা য়ায় সম্ভব হলে এটা জানালে আর একটু উপকৃত হতাম।

ভাই আমার পিসিতে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer পর্যন্ত পাই। তারপর User Shell Folders আর
খুজে পেলামনা। এখন কী করব?

ভাল লাগল। আমার কাজে লাগবে। ধন্যবাদ

ভাই আগে থেকেই যদি সাবধান হওয়া যায় তাহলে কি ভাল নয়?? যদি live cd থাকে তখন কি করবেন?? @রহস্যময় অভিযাত্রী

আপনি কোডিং টা কপি করে nptepad এ paste করুন তারপর তা .reg extension দিয়ে save করে তাতে দউব্লে ক্লিক করে আপনার পিসি restart দিন @ব্লগার

run এ গিয়ে regedit এ যান তারপর HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Wiindows > CurrentVersion থেকে ProgramFilesDir তে ক্লিক করুন তারপর আপনার পছন্দ মত drive লিখে ok দিন @ sanjit001

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

কাজের টিপস দিলেন ভাই ।

দোয়া করবেন যাতে আরো বেশী কাজের টিপস দিতে পারি @দেলোয়ার ভাই

ধন্যবাদ সুন্দর টিপস এর জন্য। আচ্ছা যদি এভাবে করা হয় তাহলে বর্তমান ফাইলগুলোসহ কি অন্য ড্রাইভে ট্রান্সফার হয়ে যাবে, নাকি ওখানে নতুন আরেকটি ডেস্কটপ ফোল্ডার তৈরী হবে? জানালে খুশি হব। ধন্যবাদ।

ক্লিক করার পর আপনার পিসি restart দিলে স্বয়ংক্রিয় ভাবে desktop নামে আরেকটি ফোল্ডার তৈরী হবে তারপর যদি আপনার file গুলু কপি না হয়ে থাকে তাহলে ডেস্কটপ থেকে আপনি নিজেই ফাইল গুলু কপি করে নতুন location এ পেস্ট করে দিলেই হবে @পলাশ