ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে মেমরি কার্ড ও পেনড্রাইভ এর মাঝে পাসওয়ার্ড দিয়ে রাখুন।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ২৯ তম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

আজ আপনাদের সাথে  শেয়ার করবো কিভাবে মেমরি কার্ড ও পেনড্রাইভ এর মাঝে পাসওয়ার্ড দিয়ে রাখবেন ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে।

পেনড্রাইভ ও মেমরি কার্ডে আমরা অনেক সময় এমন সব ফাইল রাখি যা অন্য কেউ দেখলে ক্ষতি হয়ে যেতে পারে। তবে চাইলে সুরক্ষিত করে রাখা যায় বহনযোগ্য ডিভাইস এর তথ্য। অপরের কাছ থেকে ডিভাইসটির সুরক্ষা দিতে ডিভাইসটিতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়। “ইউএসবি সিকিউর” নামের মাত্র ১.৩ মেগাবাইটের একটি সফটওয়্যার এর সাহায্যে যেকোনো মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেকটেড করে রাখা যাবে।

এজন্য,
১। প্রথমে সফটওয়্যারটি  ডাউনলোড করে নিন এখান থেকে।

২। ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন। সাথে সিরিয়াল ও রেজিস্ট্রেশন কি দেয়া আছে, ফুল ভার্সন করে নিন। ইন্সটল করার সময় ইউএসবি ড্রাইভটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন এবং Destination Drive হিসেবে কোনটি প্রটেক্ট করতে চান তা দেখিয়ে দিন।

৩। ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।

৪। ওখানে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত কিছু অপশন পাবেন।

৫। Set password ও Confirm password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি লিখে Protect এ ক্লিক করুন।

এবার লক্ষ্য করে দেখুন, ডিভাইসটির সব ডাটা হাইড হয়ে গেছে।
এখন থেকে যেইই হাইড করা ডাটাগুলো দেখতে চাইবে তাকে পাসওয়ার্ড দিয়ে প্রথমে ডিভাইসটি আন-প্রটেক্ট করে নিতে হবে।

আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

 

 

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ ভাই শেয়ার এর জন্য

ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য, কারণ এটি আমার দরকার ছিল