আসসালামু আলাইকুম,
সবাইকে ঈদের শভেচ্ছা জানিযে শুরু করছি আজকের টিউন। অনেকেই আছে টরেন্ট ফাইল ডাউনলোড করতে জানেননা, বিশেষ করে যারা আমার মত। যাইহোক, প্রথমে আপনার ব্রাউজার দিয়ে আপনার পছন্দের একটি টরেন্ট সাইটে যান, তারপর সেখান থেকে আপনার পছন্দের ফাইলটির ডাউনলোড লিংকে ক্লিক করুন, দেখবেন দুই তিন কিলোবাইটের একটি ফাইল ডাউনলোড হয়েছে, তারপর নিচে এই লিংকে যান https://www.zbigz.com/myfiles এবং সেই সাইটে আপনার ডাউনলোড করা ফাইলটি আপলোড করুন, এবং পরের স্টেপ গুলো অনুসরন করুন। যদি না বুজেন তাহলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
আপনাদের জন্য কিছু ঈদ বোনাস
১।বিভিন্ন ধরনের হেকিং সফটের জন্য এখানে যেতে পারেন।
২।আপনার মোবাইলটি আসলনা না নকল সেটা জানার জন্য এখানে যেতে পারেন।
৩।পিসি লেপটপে এনড্রইড এপস ডাউনলোড করার জন্য এখানে যেতে পারেন। অর্থাত প্লেস্টোর থেকে সফটের লিংটি কপি করে এই সাইটে পেস্ট করে জেনারেটরে ক্লিক করলে পরবর্তি জেনারেট হবার পর ডাউনলোড আসবে এবং ডাউনলোডে ক্লিক করলেই হবে।
৪।আপনার কম্পিউটার থেকে শুরু করে যতরকম মডেলের হাডওয়ার আছে তা সবকিছুর ড্রাইভার সফটার এখানে পাবেন।
৫। যারা সফটওয়ারের জামেলায় যেতে চাননা তারা এখানে শুধু নাম লিখে অডিও ভিডিওফোন করতে পারবেন।
৬। যারা পিসি লেপটপে সফটওয়ার ছারা internet.org চালাতে চান তারা এখানে দেখতে পারেন।
৭। যাদের ইন্টারনেট মডেমে USS নেই তারা এই সফটি ব্যবহার করে দেখতে পারেন।
৮। একটি সুন্দর হালকা নীল কাচের 3D স্ক্রিনের অডিও প্লেয়ার নিতে পারেন এখানে ইনষ্টলিং টিউটোরিয়াল সহ।
আজ এ পর্যন্তই সবাইকে আবারো ঈদের শভেচ্ছা জানিযে বিদায় নিলাম আল্লাহ হাফেজ, ভাল থাকবেন সবাই।
আমি Faruqe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a very ordinary village boy.
Tnx Vai