আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নিবেন। আশা করি টেকটিউনস পরিবারের সবাই ভালই আছেন, এবার আসি কাজের কথায়- বুঝতেই পারছেন- জিপিকে বাশ দেয়ার এখনই সময়, জিপি বন্ধ সিমে মাত্র ১০.৬৬ টাকায় ২জিবি ইন্টারনেট, এক জিবি ফেইসবুক এক জিবি ইন্টারনেট আর কি চাই আপনার হয়তো জাুানেন এই অফারের কথা কিন্তু ৈঐ সময় মাত্র একবার দিতো, যত খুশি ততোবার।
অফারটির জন্য প্রযোজ্য কিনা জানতে *500*91# ডায়েল করুন, আপনার সিমে যদি জিপি অফার থেকে মেসেজ আসে তাহলে আওতাভুক্ত, আর যদি 500 থেকে সরি সম্বলিত মেসে আসে তাহলে বুঝতেই পারছেন। তাই অফারটি বন্ধ আগেই যত খুশি নিয়ে নিন।
শর্তাবলীঃ
যদি কারে সমস্যা হয় তাহলে প্লিজ টিউমেন্ট করুন। আজ এপযন্ত আল্লাহ হাফেজ।
আমি তিতুমীর হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জিপি তাদের সাইটে ভুল অফার দিয়েছে যেখানে ১জিবি+১ জিবি ফেইবুক ইন্টারনেট এর কথা উল্লেখ থাকলেও কোন গ্রাহক এখনো সেটা পাচ্ছেন না। শুধু কলরেট এর অফারটি পাবেন। এ বিষয়ে গ্রামীণফোনের সাথে কথা বললে তারা বললেন যে বর্তমানে তাদের ইন্টারনেট এর কোন অফার নেই, আর তাদের সাইটে ওই অফার মিস ম্যাচ হয়ার তারা আন্তারিকভাবে দুঃখিত। অফারটি নাকি খুব তাড়াতাড়ি সংশোধন করা হবে। ধন্যবাদ