জিপি বন্ধ সিমে ২জিবি অফার

আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নিবেন। আশা করি টেকটিউনস পরিবারের সবাই ভালই আছেন, এবার আসি কাজের কথায়- বুঝতেই পারছেন- জিপিকে বাশ দেয়ার এখনই সময়, জিপি বন্ধ সিমে মাত্র ১০.৬৬ টাকায় ২জিবি ইন্টারনেট,  এক জিবি ফেইসবুক এক জিবি ইন্টারনেট আর কি চাই আপনার হয়তো জাুানেন এই অফারের কথা কিন্তু ৈঐ সময় মাত্র একবার দিতো, যত খুশি ততোবার।

অফারটির জন্য প্রযোজ্য কিনা জানতে *500*91# ডায়েল করুন, আপনার সিমে যদি জিপি অফার থেকে মেসেজ আসে তাহলে আওতাভুক্ত, আর যদি 500 থেকে সরি সম্বলিত মেসে আসে তাহলে বুঝতেই পারছেন। তাই অফারটি বন্ধ আগেই যত খুশি নিয়ে নিন।

শর্তাবলীঃ

  • প্যাকটির মেয়াদ ১মাস
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন
  • অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
  • অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৫০০*৯১#
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৭#
  • মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
  • 3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
  • প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
  • প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত

 

যদি কারে সমস্যা হয় তাহলে প্লিজ টিউমেন্ট করুন। আজ এপযন্ত আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি তিতুমীর হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

জিপি তাদের সাইটে ভুল অফার দিয়েছে যেখানে ১জিবি+১ জিবি ফেইবুক ইন্টারনেট এর কথা উল্লেখ থাকলেও কোন গ্রাহক এখনো সেটা পাচ্ছেন না। শুধু কলরেট এর অফারটি পাবেন। এ বিষয়ে গ্রামীণফোনের সাথে কথা বললে তারা বললেন যে বর্তমানে তাদের ইন্টারনেট এর কোন অফার নেই, আর তাদের সাইটে ওই অফার মিস ম্যাচ হয়ার তারা আন্তারিকভাবে দুঃখিত। অফারটি নাকি খুব তাড়াতাড়ি সংশোধন করা হবে। ধন্যবাদ

ভাই আমি অফার টি 3 দিন আগে নিয়েছিলাম এখন আজ যত বার খুশি তত বার ই কী নিতে পারব। আর এটা কী শুধু আজকের জন্যই প্রযোজ্য।

যদি পাই… 🙂

তাইলে আপনারে এত্ত-গুলা থেকু (থ্যাঙ্কস) 😛 😀

৫ টা সিমে ট্রায় করলাম

একটাতেও পাইলাম না 🙁 :'(

আমি অাজকে ১০ জিবি নেওয়ার পর সরি দেখাচ্ছে, দেখি কালকে আবার দেয় কিনা। যারা অফারের আওতায় আছেন তারা টাকা রিচার্জে করে ট্রাই করেন কাজ করবে।

Vi ami ar 1 GB free kora dilam mana Total 3GB. 2GB nawa hola massage a Type korun giftaaaa & send 9999 paya jaban aro 1GB. ami pice. total 3 GB.

ধন্যবাদ! ৪ জিবি নিলাম। এখন ব্যালেন্স শেষ। ঠিক করছি কালকে ৫০০ টাকা রিচার্জ করে ইচ্ছে মত এমবি নিয়ে নেব।

ভাই আপনাকে অশংখ্য ধন্যবাদ আমার 3 টা সিমে 30 নিয়েছি ।

এটা পেয়েছি।।।।কিন্তুু সাথে আরও 1GB পেয়েছি।।।

কোনো সিম এই অফারের আওতায় কিনা সেটা অন্য সিম থেকে জানার কোনো উপায় আছে ? আই মিন,আমার একটা বন্ধ সিম আছে কিন্তু সেটা ওপেন না করে অফার ইলিজিবিলিটি চেক করার কোনো ওয়ে আছে ?

Level 0

tuner vai offer ta chek korar ki kono alternate way ace??
sim on kora batito??

এই অফারটা কি 24 ঘন্টা ব্যবহার করা যাবে ? নাকি লিমিটেড টাইম থাকবে ?

ভাই অফারের আওয়ায় আছি কিনা জানার জন্য *500*91# এ ডায়াল করার পর মেসেজ আসল “We are sorry to inform you that your current balance is not sufficient to avail this offer please recharge and try again” এটার কারন টা কি ?

ধন্যবাদ ভাই শেয়ার এর জন্য

হুররে পাইছি ২ জিবি

ভাই আগের ২ জিবির ২৯ টাকায় ২৪ ঘন্টার অফারটা কি শেষ????

আগে থেকেই বন্ধু প্যাকেজে ছিলাম। প্রথমে giftaaaa লিখে ৯৯৯৯ তে এবং পরে *500*91# ডায়াল করে এক এক করে দুই জিবি পেলাম। আমার সিমটি চালু ছিল। সব সময় ব্যবহার করছি।

একটা সিমে ১০ জিবির উপরে কেউ পাইছেন

আমি ১০ জিবি পেয়েছি। মোট ১১ জিবি। giftaaaa লিখে মেসেজ দিয়ে ১ আর কিনে ১০ মোট ১১ জিবি।

Level 2

এই অফারটা এখনো আছে, তবে নতুন এবং বন্ধ সিমে।