আজ আমি আপনাদের জন্য একটি মজার এবং কাজের সফট নিয়ে এসেছি! এই সফট দিয়ে কোনো ছবির ভিতরের কোনো অবজেক্ট (গাছ,বাড়ি,গাড়িইত্যাদি) সম্পূর্ণ নিখুঁত ভাবে মুছে ফেলা। একাজটি ফটোশপেও করা যায় কিন্তু এ কাজটি নিখুঁত ভাবে তারাই করতে পারেন যারা ফটোশপে এক্সপার্ট।
আগে সফটওয়্যারটি দেখুন পরে ডাউনলোড করুন। এজন্য সিরিয়াল সহ ডাউনলোড লিংক টিউনের সর্বশেষে দেওয়া আছে।
তো আসুন শুরু করি।
নিচের ছবি দুটোকে দেখুন:
এখানে দেখছেন উইন্ডোজের লোগো সম্বলিত একটি ওয়ালপেপার,
আর এখানে সেই ছবিকেই দেখছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু নাই বলে মনে হয়, তাই না?
হা হা হা এখানে তো লোগোটাই নেই!!!! লোগোটা আজকের সফটওয়্যার এর মাধ্যমে নিখুঁত ভাবে “গুম” (!) হয়ে গেছে।
এখন তাহলে বুঝতে পারছেন যে আজকের সফটওয়্যার এর কাজ টা কি। আর এ কাজ টা ফটোশপেও করা যায় তবে সেটা একটু কঠিন ঘষামাজার কাজ!
এখন কিভাবে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি।
১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সিরিয়াল চাইবে। টিউনের নিচ থেকে সিরিয়ালটি কপি-পেষ্ট করে নিয়ে ফুল ভার্সন একটিভ করুন।
২। একটি ছবি ওপেন করুন।
ছবিটি ওপেন করার পর সিলেক্ট অপশন থেকে পলিগন টি নির্বাচন করুন। এতে আপনি মাউসের সাহায্যে ছবির “গুম” করার অংশটুকু সিলেক্ট করতে পারবেন।
আর রেক্টেনগল দ্বারা চতুর্ভূজ আকৃতির সিলেক্ট শন তৈরি হবে।
৩। এখন মাউসের বাম বাটনের সাহায্যে লোগোটির চারপাশে সুন্দর করে একটি সিলেক্টশন তৈরি করুন (যেহেতুএখানে আমি লোগোটাকে বাদ দিবো তাইলোগোকে সিলেক্ট করলাম। অন্য ছবিরক্ষেত্রে আপনি অন্যটি বাছুন)
৫। সর্বশেষে আপনাকে Inpaint অপশন থেকে Run কমান্ডটি প্রেস করতে হবে।
এরপর নিজেই দেখুন ম্যাজিকটা। লোগোটি (সিলেক্টকৃত অবজেক্ট) আসতে আসতে ছবির সাথে নিখুঁত ভাবে “গুম” হয়ে যাবে।
গুম” হওয়ার প্রসেস আপনি সফটওয়্যারটির সর্বনিচে দেখতে পারবেন।
সেটাপ ফাইল ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন ।।
সিরিয়াল কি ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন ।।
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী
বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে
WINDOWS 8/8.1 এর START মেনু WINDOWS XP/7 এর মত করবেন যেভাবে
এবার মাত্র ১ MB এর রেম বুস্টার দিয়ে পিসি ফাস্ট করুন
UTORRENT 3.4.2 BUILD 38913 এর PRO VERSION নিয়ে নিন একদম ফ্রিতে !
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী (PORTABLE VERSON)
নিয়ে নিন একসাথে WINRAR এবং WINUTILITES একসাথে (আপদেট+ফুল ভার্সন)
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এই টিউন টি আগেই প্রকাশিত এবং লিনক দেয়া আছে। এই টিউন যে ব্যক্তি কপি পেস্ট করে পোস্ট দিয়েছে সেই তার নিজের কয়েকটি একাউন্ট থেকে কমেন্ট দিচ্ছে যে এটা নাকি তার টিউন। আবাল এগুলা