ঈদ মুবারাক, সবাই কে আমার ঈদ এর শুভেচ্ছা। ঈদ এর এই খুশির দিনে আপনাদের সবার সাথে কিছু খুশি ভাগ করে নিতে আসলাম, বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় যাই। ঈদ এর এই খুশির দিনে অনেকেই অনেক কিছু ফ্রী দিচ্ছে, আর অনেকেই অনেক অফার দিচ্ছে। আপনাদের জন্য নিয়ে আসলাম এমন কিছু বেষ্ট অফার। যারা ঈদ উপলক্ষে ডোমেইন এবং hosting কিনতে চাচ্ছেন তাদের জন্য এটি অনেক কাজে দিবে। তার আগে আমি কিছু কথা বলি। অনলাইন এ কিছু জিনিশ ভালো ভাবে বুজতে হবে। কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না এটা বুঝার কিছু উপায় আছে। যেমন আগে দেখে নিবেন সাইট এর সিকুরিটি কেমন। আপনার তথ্য অন্য কারো কাছে যাচ্ছে কিনা। এর জন্য দেখে নিবেন Trust logo আছে কি না। trust logo কি ভাবে বুঝবেন ? নিচে একটু খেয়াল করবেন।
এখানে একটু খেয়াল করলেই দেখবেন একটা তালার চিহ আছে, তার মানে সাইট টা সিকিউর। তার পর দেখেবেন সাইট এর মেয়াদ কতো দিন আছে। যদি আপনি একটা প্রডাক্ট কিনেন তা হলে অবশ্যই মনে রাখবেন আপনার কেনার দিন থেকে কতো দিন পর্যন্ত ওই সাইট টা চলবে।
এর জন্য আপনারা http://www.dmonstar.com এ গিয়ে দেখে বেন।
এই সব খুব সাধারন বিষয় একটু খেয়াল রাখতে হবে, তা হলে আপনি কখনো প্রতারিত হবেন না।
এখন আপনি আপনাদের একটা সাইট এর লিঙ্ক দিব যেটা শুধু ঈদ এর জন্য ২ জিবি মাত্র ১০০০ টাকায় কিনতে পারবেন। এর .xyz ডোমেইন মাত্র ১৫০ টাকায় কিনতে পারবেন।
ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন।
সবাই ভালো থাকবেন, ভাবেন না আমি অন্নের হয়ে অ্যাড দিলাম, আমিও কিনছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন। http://icc-cricket.xyz/
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx……….