সাধারণত আমরা সকলেই চাই যে আমাদের
কম্পিউটারে আমাদের অনুমতি ব্যতীত
অন্যকেউ কোনUSBডিভাইস ইনসার্ট না করুক।
এজন্যUSBলকার জাতীয় অনেক সফটই আছে।
তবে তার পরও যদি কেউ আপনার
কম্পিউটারে চুরি করে যে কোন
প্রকারেরUSBডিভাইস যেমন
পেনড্রাইভ,মডেম,ব্লুটুথ,মোবাইল
ফোন,ওয়েব ক্যাম প্রভূতি প্রবেশ করায়
তাহলে আপনি খুব সহজেই বুজতে পারবেন
যে আপনার
কম্পিউটারে কি ধরণেরUSBডিভাইস
সে ইনসার্ট করেছিল। শুধু তাই নয়
আপনি আরোও যেসকল বিষয়
সম্পর্কে জানতে পারবেন তা হল-
1. Device Name
2. Description
3. Device Type
4.বর্তমানেConnectedকিনা?
5. Safe to unplug
6. Disable
7. USB Hub
8. Device Letter
9. Serial No.
10. Created Date
11. Last Plug/Unplug Date
12. Vendor ID
13. Produce Id
14. Firmware Rivision
15. USB Class
16. USB sub Class
17. USB Protocal
18. Hub/port (কোন পোর্টে)
প্রভূতি সকল কিছু সহ মোট ৩৩ রকমের তথ্য
সফটটি আপনাকে দিতে সক্ষম
হবে ইনশআল্লাহ।
আর সবচেয়ে মজার বিষয়
হলে এটি একটি পোর্টেবল সফটওয়্যার। আর
পোর্টেব্যল সম্পর্কে নতুন করে কিছু
বলার কিছুই নেই। তবুও যারা জানেন
না তাদের জন্য বলছি পোর্টেব্যল
সফটগুলোকে সেটআপ দিতে হয় না। অর্থাৎ
ডাউনলোড করে শুধু ডাবল ক্লিক করুন। আর
উপভোগ করুন। এছাড়াও এটি মাত্র ১০০
কেবির মত ওজন। যা ডাউনলোডের
ক্ষেত্রে খুবই সুবিধাজনক। যদি মনে করেন
আপনার প্রয়োজন আছে তাহলে ডাউনলোড
করে রাখুন,হঠাৎ দেখবেন অনেক
কাজে লাগতে পারে।
TheTechThesis (আমার সাইট দয়া করে একবার ঘুরে আসবেন)
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আমি সুব্রত সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 297 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
দেয়ার মত কিছু নাই
share করার জন্য ধন্যবাদ।