নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ২৪ তম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

আমাদের অনেকের ই  মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

 

>>>ডাউনলোড করুন<<<

 

এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

অ্যাপটির সাইজ মাত্র ২  MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার প্রথম ৫টি টিউন আপনারা দেখতে পারেন।

 

১। নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার।

২। যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।

৩। ১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

৪। যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

৫।

ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

password problem kivabey thik hobe…

মেমরি কার্ড তৈরি করা কোম্পানী গুলির পেটের ভাত জুটবে তো টিউনার ভাই ?

যে মমেোরি সাপোটর্ করে না সেটা কি হবে ????

Level 0

ভাই আপনার টেলিফোন নম্বনটা দিন।

vai amar ekta Memory pc te lagale shudhu format chai! but format hoina! ei lekha ashe ” windows was unable to format”

কাজ হয় না

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ