এক ক্লিকেই মুছে ফেলুন টেম্পরারি, রিসেন্ট এবং প্রিফেচ ফাইল……

আমি টেকটিউন্স এ অনেক আগেই নিবন্ধিত হয়েছিলাম...... কিন্তু কোন পোস্ট দেয়া হয়নি...... আজ আপনাদের জন্য একটি পোস্ট দিলাম কেমন হয়েছে জানাবেন...

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় একটা সমস্যায় পড়ি তা হলো টেম্পরারি, রিসেন্ট এবং প্রিফেচ ফাইল গুলো বেশী হয়ে গেলে পিসির পারফরমেন্স কমে যায়...... তাই আপনাদের জন্য একটা কোডিং দিলাম এই কোডিং টাকে del_temp_xp.bat (এইটা শুধুমাত্র xp user দের জন্য) নাম দিয়ে সেভ করুন (.bat extension হিসেবে অবশ্যয় দিতে হবে)

cd\

COLOR F0

ECHO DELETE ALL TEMP FILES

C:

CD %TEMP%

RMDIR /S /Q %TEMP%

CD C:\WINDOWS\TEMP

RMDIR /S /Q C:\WINDOWS\TEMP

CD C:\WINDOWS\Prefetch

RMDIR /S /Q C:\WINDOWS\Prefetch

CD %TEMP%

CD..

CD..

CD Recent

Del /s /q *.*

এখন এই .bat ফাইল টিতে ক্লিক করে দেখুন আপনার পিসির সব টেম্পরারি, রিসেন্ট এবং প্রিফেচ ফাইল মুছে গেছে...

Level 0

আমি অনিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সম্পরকে আর কি বলব। আমি সাদাসিদা একজন মানুস।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইটা কোন ধরনের কমেন্ট করলেন???

PP ভাই এ নিয়ে একটা টিউন করেছেন দু’দিন আগের টিউন । যাক আপনার টা একটু ভিন্ন কোড, টেকটিউনসে স্বাগতম,
সামনে আরো সুন্দর টিপস পাবো আশা করছি ।

    (সম্ভবত এ বিষয়ে নিচের টিউনটিই সর্বপ্রথম প্রকাশিত ছিল)
    কোন প্রকার সফটওয়্যার ছাড়া, অতিসহজে অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!! (Notepad-এর চমক)
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/14432/

    ধন্যবাদ খতিবি ভাই আমাকে মনে রাখার জন্য। 🙂

    টিউনার কে স্বাগতম জানাই টিটি তে। সুন্দর হোক আপনার পথ চলা।

    একটা টপিক নিয়ে ১০০জন ২০০টা টিউন করতে পারে সেটা কনো ব্যপার না সেটা আমি বলবো খুব ভালো, নতুন যারা আগেরটা মিস করেছেন তাদের জন্য খুব ই ভালো হবে। তবে পর পর একটা টপিক নিয়ে পোস্ট হলে হয়টা কি আমি বলি?
    ১। প্রথম পেজ থেকে অন্য ভালো পোস্ট হয়ত ছিটকে যেতে পারে।
    ২। পাবলিক এক টপিকের পোস্ট দেখে বোর হবে।
    ৩। আপনার পোস্ট টা ভিসিটর পাবে না, ভিসিটর পেলেও আপনার প্রতি তাদের কনফিডেন্ট কমে যাবে, নেক্সট টাইম পোস্ট করলে আপনার পোস্টে আসতে ভয় পেতে পারে।
    ৪। ভিসিটর না পেয়ে আপনার মন খারাপ হতে পারে।
    হাহাহাহা, আমিও নতুন এখানে। যা ভালো মনে হলো আপন মনে করে বললাম। ভালো থাকুন। শুভ কামনা। 🙂

    PP ভাই কে ধন্যবাদ । আসলে ভাই আমি আপনার টিউন টা দেখিনি তাই এই পোস্ট টা দিয়েছিলাম……
    Techtunes এর প্রথম পোস্ট দিয়েই যে সমালোচনার শিকার হব তা বুঝিনাই………

    ভাই আমি কি একবার ও আমার কনো টিউনের কথা বলেছি? তবে কেনো এভাবে বলতেছেন ভাই? আপনে সমালচনা কথায় পাইলেন এখানে? ভালো করে বুঝিয়ে বললাম, খারাপ কিছু বলে থাকলে কমেন্টস মুছে দিন। সমালচনা কাকে বলে কত প্রকার সেটা আপনার যানা নাই, জানতে চাইলে আমার প্রথম পোস্ট টা একটু দেখে নিতে পারেন। তাহলে বুঝবেন সমালচনা কাকে বলে। আমি তো বলি নাই আপনার টিউন করা ভুল হয়েছে, আমি তো বললাম ই একটা টপিক নিয়ে ১০০জন ২০০টা টিউন করতে পারে সেটা কনো ব্যপার না সেটা আমি বলবো খুব ভালো, নতুন যারা আগেরটা মিস করেছেন তাদের জন্য খুব ই ভালো হবে। তারপর ও আপনে এভাবে কেনো বললেন? যাই হোক, মাফ চাই ভাই। মাফ।
    বিদায়
    ভালো থাকুন

    PP ভাই আপনাকে কস্ট দেওয়ার জন্য দুঃখিত । আমি আসলে এইভাবে বলতে চাইনি…
    দুঃখিত দুঃখিত দুঃখিত দুঃখিত দুঃখিত দুঃখিত দুঃখিত

    🙂 হাহাহা বোকা ছেলে, ইট্স ওকে ওকে ওকে ওকে, হিহি। এত সুন্দর করে বললে তো আমি আমার জমি জামাও লিখা দিতে পারমু, হাহাহাহাহাহাহা। খুব ভালো থাকুন, শুভ কামনা।

হুম! দেখলাম…… কিন্তু উনার টাতে path define করার খামেলা আছে আমার টাতে এই জিনিস টা নেই তারপর ও আমার টার চেয়ে উনার টা update @ [আইটিপ্রেমী রুহুল ]

দোয়া কইরেন ভাই যাতে আরও ভাল ভাল post দিতে পারি @ দেলোয়ার খতিবী

রি-টিউন হওয়া খারাপ না তবে এত তারাতারি হইলে খারাপ দেখা যায় আশা করি বুঝতে পারছেন,
তবে আপনার টিপসটা কিন্তু ভাল,
আশা করছি সামনেও আপনার কাছ থেকে ভাল ভাল টিউন পাব,
আর চেষ্টা করবেন টিউন করার আগে টেকটিউন্সের সার্চ ইঞ্জিনটা একটু ব্যাবহার করতে।
ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দাদা @আতাউর রহমান

বিরক্তিকর @আল-আমিন

খুব ভাল কাজ করে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ @হিমালয়