আমি টেকটিউন্স এ অনেক আগেই নিবন্ধিত হয়েছিলাম...... কিন্তু কোন পোস্ট দেয়া হয়নি...... আজ আপনাদের জন্য একটি পোস্ট দিলাম কেমন হয়েছে জানাবেন...
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় একটা সমস্যায় পড়ি তা হলো টেম্পরারি, রিসেন্ট এবং প্রিফেচ ফাইল গুলো বেশী হয়ে গেলে পিসির পারফরমেন্স কমে যায়...... তাই আপনাদের জন্য একটা কোডিং দিলাম এই কোডিং টাকে del_temp_xp.bat (এইটা শুধুমাত্র xp user দের জন্য) নাম দিয়ে সেভ করুন (.bat extension হিসেবে অবশ্যয় দিতে হবে)
cd\
COLOR F0
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR /S /Q %TEMP%
CD C:\WINDOWS\TEMP
RMDIR /S /Q C:\WINDOWS\TEMP
CD C:\WINDOWS\Prefetch
RMDIR /S /Q C:\WINDOWS\Prefetch
CD %TEMP%
CD..
CD..
CD Recent
Del /s /q *.*
এখন এই .bat ফাইল টিতে ক্লিক করে দেখুন আপনার পিসির সব টেম্পরারি, রিসেন্ট এবং প্রিফেচ ফাইল মুছে গেছে...
আমি অনিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পরকে আর কি বলব। আমি সাদাসিদা একজন মানুস।
ভাই এইটা কোন ধরনের কমেন্ট করলেন???