সালাম সবাইকে, আশা করি ভাল আছেন।
কথা না বাড়িয়ে চলুন মুল টিউনে আসি।
আপনি খুব ব্যস্ত থাকেন,আপনার এই মুহূর্তে সময় নেই কিন্তু প্রয়োজনীয় একটি টিউন/আর্টিকেল/ছবি/ভিডিও পড়া/দেখা দরকার বা সংরক্ষন করা দরকার ভবিষ্যতের জন্য।
অথবা অনেক বড় একটি টিউন/আর্টিকেল,আপনি এই মুহূর্তে সময়ের অভাবে পড়তে পারছেন না,পরে সুবিদামত সময়ে পড়তে চান।
কেমন হয় যদি আপনি আপনার প্রয়োজনীয় টিউন/আর্টিকেল বা পেজটি সংরক্ষন করে পরবর্তিতে আপনার সুবিদামত সময়ে পড়তে পারেন অলনাইলে কিংবা আপনার স্মার্ট ফোনে।
হ্যাঁ, আপনার সাথে একটি ওয়েব সাইটের পরিচয় করিয়ে দিচ্ছি।
আপনার স্মার্টফোনে যঝন ইচ্ছা অফলাইনে পড়া যাবে যদি একবার ক্যাশগুলা লোড হয়ে যাই,
আর মূল সুবিদা হল আসল আর্টিকেল যদি ডিলেট হয়ে যাই,তবুও ওইটা সেভ থাকবে
এই লিঙ্ক থেকে ফরমটি সাইনআপ করুন https://getpocket.com
আপনার ইমেইল ভেরিভাই করে নিন।
মজিলা রিস্টার্ট করুন, এই রকম অ্যাডঅন্স টুলটি এখানে দেখতে পাবেন,যদি দেখা না যাই কাস্টমাইজ থেকে ড্রাগ-ড্রপ করে আনতে পারবেন।
এইবার যেকোনো টিউন/আর্টিকেল ওপেন করে এই আইকন এ ক্লিক করে করে আপনার প্রয়োজনীয় ট্যাগ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
সেভ করা টিউন গুলা দেখতে "view pocket list" এ ক্লিক করুন।
তাহলে আপনার সেভ করা টিউন/ওয়েবপেজ/ছবি/ভিডিও গুলো দেখতে পাবেন।
Pocket.com এর social network এর লিঙ্ক !!
তাহলে পড়ুন আপনার সুবিদামত সময়ে-যখন খুশি 😎 🙂 !!!
আমার এই টিউন গুলো যদি মিস করে থাকেন>>
কোন ভুল হলে ক্ষমা করবেন।
আজ এই পর্যন্ত
টিউন ভাল লাগলে কৃতজ্ঞতা স্বরূপ আমার পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন………………
ধন্যবাদ
আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk
সম্পূর্ণ নতুন একটা বিষয় সম্পর্কে ধারনা পেলাম। তবে অনলাইনেই যেহেতু পড়তে হবে সেহেতু বুকমার্ক এর সাথে এটার তফাতটা কি বুঝতে পারলাম না। অফলাইনে পড়তে পারলে বেশি সুবিধা হতো।
যাহোক, সুন্দর টিউনের জন্য অনেক ধন্যবাদ মুন্না ভাই। আপনার টিউনের ফরমেটিং অনেক ভালো লেগেছে। আশা করি চালিয়ে যাবেন।