আপনার ল্যাপটপ টিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই রাউটার ফ্রী তে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন।

আজকাল আমরা কম বেশি সবায় জরুরি কাজ মোবাইল বা ট্যাব এ সেরে ফেলি কিন্ত প্রত্যেক ডিভাইসে আলদা করে ইন্টারনেট এর খরচ আমাদের অনেকের পক্ষে চালানো সম্ভব হয় না। তাই আমরা রাউটার এর উপর ভরসা করি। মূল কথায় ফিরে আসি কি ভাবে আপনার ল্যাপটপ টিকে বানাবেন ওয়াইফাই রাউটার ফ্রী তে। তা হল আমাদের  ল্যাপটপ এয়  ওয়াইফায়
রিসিভার রয়েছে, আমরা এইটিকে ওয়াইফাই সেনডার বানাব, এইটাকে হটস্পট ও বলা হয়ে থাকে। মাই ওয়াইফাই রাউটার সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে ওয়াইফাই হটস্পট বানিয়ে ফেলা যাই কোন জামেলা ছাড়া।

 

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন ।

সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন ক্রা ক ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াইফাই বাটন প্রেস করা। আসাকরি কোন সমস্যা হবার কারন না আর ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।

১। ফোল্ডার হাইলাইট ব্যবহার করে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২MB র সফটওয়্যার।

২। অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ [পর্ব-১] অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ১০টি পেইড অ্যাপস এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন।

৩। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে মেমরি কার্ড ও পেনড্রাইভ এর মাঝে পাসওয়ার্ড দিয়ে রাখুন।

৪। ল্যাপটপ বা কমপিউটারের তাপমাত্রা নিয়ন্ত্রন রাখুন ছোট একটি সফটওয়্যার দিয়ে।

৫। উইন্ডোজের ড্রাইভার সমস্যা থেকে চিরমুক্তি নিয়ে নিন।

৬। মাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ফরমেট ওপেন করুন।

৭। আপনার পিসির র‌্যামকে বানিয়ে ফেলুন হার্ডডিস্ক এবং নেট ব্রাউজিং করুন সুপার স্পিডে।

Level 0

আমি রাফসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hmm Vaiya Use Kore Dekhlam, Very Nice And Kono Jhamela Nai. Abar Video Cast Korar Option O Ace. All About Goood Software! Thanks For Sharing 🙂

এটা কি একই সময়ে রিসিভ এবং সেন্ড করতে পারবে? মানে আমি বোঝাতে চাচ্ছি যে, হয়তো আমি কোন একটা রিসিভার দিয়ে ওয়াইফাই রিসিভ করে ব্যাবহার করছি। এই একই সময়ে এই সফ্টওয়ার ব্যাবহার করে আমি আবর সেন্ড ও করতে পারবো কি ? জানাবেন দয়া করে।

কাজের পোষ্ট

vaiya aita ki PC te kaj korbe????

আমি এটাই খুঁজছিলাম। কিন্তু কেন জানি ডাউনলোড হচ্ছে না। লিংক রিফ্রেশ নিচ্ছে। হয়তো বা কিছু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু যাদি পারেন তো অন্য কোন সার্ভারের লিংক দিয়েন। আর এটার নাম কি MyWiRouter ?