ভিএলসি প্লেয়ারে উল্টানো ভিডিও সোজা কিংবা সোজা ভিডিও উল্টা করে দেখুন।

আসসালাসু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।  আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।  ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা।

আজ আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করবো। আর সেটি হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারে যেকোন উল্টানো ভিডিও সোজা করে চালানোর পদ্ধতি। অনেক সময় ক্যামেরা পজিশন পরিবর্তন করার কারণে ভিডিও রেকর্ডিং উল্টো ভাবে করা হয়ে থাকে। যা পরবর্তীতে দেখার সময় বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।   ভিডিওটি ভালোভাবে দেখার জন্য হয় নিজের মাথা উল্টাতে হয়, দৃষ্টিভঙ্গি উল্টাতে হয় কিংবা মনিটরকেই উল্টাতে হয়।

এ কারণে ভিডিওটির পজিশন উল্টা অবস্থা থেকে সোজা করে দেখা জরুরী।   আপনি যদি ভিএলসি প্লেয়ার ব্যবহার করেন তবে এ কাজটি আপনার জন্য খুবই সহজ।  চলুন দেখা যাক কিভাবে সম্ভব কাজটি করা।

প্রথমে ভিএলসি প্লেয়ার ওপেন করুন...

 

 

তারপর নির্দিষ্ট ভিডিওটি ওপেন করুন অথবা ড্রাগ করে নিয়ে আসুন...

 

 

এখানে টুলস অপশন থেকে এফেক্টস এন্ড ফিল্টারস অপশন ক্লিক করুন...

উপরের ছবির মত এডজাস্টমেন্ট এন্ড এফেক্ট ডায়ালগ বক্স আসবে।

এখানে থেকে ভিডিও এফেক্ট অপশন-এ ক্লিক করুন...

 উপরের ছবির মত Essential Crop Colors Geometry Overlay ইত্যাদি  অপশনগুলো দেখতে পাবেন।

এখান থেকে  Geometry অপশনে ক্লিক করবেন।

তারপর ট্রান্সফর্ম অপশনের চিক বক্সে ক্লিক করে Rotate by 90 degree, Rotate by 180 degree ইত্যাদি অপশন সিলেক্ট করে আপনার ইচ্ছামত ভিডিওটি উল্টাতে পাল্টাতে পারবেন।   180 ডিগ্রীতে সেট করলে পুরো ভিডিও উল্টে যাবে।  এভাবে আপনার সুবিধামত ভিডিও পজিশন সেট করে নিতে পারবেন।

 

সবাই ভালো থাকবেন।

 অনেক অনেক শুভ কামনা রইলো।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আমি অনেক আগে থেকেই জানী। নতুন কীছু লিখুন।

    যারা বেশী পন্ডিত তারাতো জানবেই, আমি পোস্ট করেছি যারা জানেনা তাদের জন্য ।

ধন্যবাদ

ধন্যবাদ

laptop কে project baniye dekhar somoy kaje dibe . আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য ।