বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রতারনা প্রতিরোধে আপনার করনীয়। প্রতারক নিজেই হবে ধরাশয়ী। না পড়লে ধরা খাবেন নিশ্চিত।

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আজকে সরাসরি বা অনলাইনে সেসব প্রতারনার শিকার হই সেগুলো থেকে কিভাবে মুক্তি পাব তা নিয়ে আলোচনা করব।

আমরা অনেকেই সরাসরি বা অনলাইনে প্রতারনার শিকার হই। এর বেশ কিছু কারন আছে তার মধ্যে রয়েছেঃ

১. আমাদের লোভ

২. আমাদের অজ্ঞতা

৩. তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে না পারা

৪. অতি সরলতা বা বিশ্বাস।

অনলাইনে যে ধরনের প্রতারনার শিকার হইঃ

১. ফোন করে বলতে পারে আপনি আমাদের গ্রামীন / বাংলালিংক/ রবি/ যে কোন অপারেটরের সৌভাগ্যবান গ্রাহক। আমাদের ১ / ২ কোটি গ্রাহক পূর্ন উপলক্ষ্যে ১০/২০/৩০/৪০ লাখ (যে কোন পরিমান বলতে পারে) টাকা জিতছেন।

এর খরচ বাবদ কিছু টাকা আইটপআপ করতে হবে।

এমন ফোনে কখনো টাকা পাঠাবেন না। যদি সত্যিই আপনি লটারি পেয়ে থাকেন, তবে তারা ১২১ থেকে কল দিবে। টাকা দেওয়ার আগে কাস্টমার কেয়ার এ যান। ব্যাপারটা জানুন। তবে ওরা কিন্তু বলবে কাউকে জানানবেন না।

আমাকে ২০১২ সালে এমন একটি ফোন করেছিল। এমন কি তারা আগে আমার নাম্বারে ১০০০ টাকা রিচার্জও করেছিল। বলেছিল বাকি টাকা পেতে ২০০০০ টাকা ওদের দিতে হবে। আমি বলেছিলাম আগে কাস্টমার কেয়ার এ খোজ নিয়ে নেই।

২. বিকাশ এমক্যাশ ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর মেসেজ পেলেই ভাববেন না যে টাকা এসেছে। আগে ব্যালেন্স চেক করে নিন।

৩.অনেকেই বিভিন্ন ব্লগে টিউন করেন ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কিনুন

সাবধান। এর জন্য আপনাকে যা করতে বলেঃ 100 লিখুন আর পাঠিয়ে দিন 1212018XXXXXXXX মেসেজ দিলেন তো ধরা খেলেন। এটা ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি। এতে আপনার টাকা ১২১২ এর পরে যে নাম্বারটি দেখবেন তাতে চলে যাবে।

৪. অনলাইন কেনাবেচার সাইট (বিক্রয় ডট কম, ওএলএক্স ইত্যাদি) থেকে কোন পন্য কিনতে বা বেচতে একা বা নির্জন জায়গায় যাবেন না। এমনকি রাতের বেলায়ও যাবেন না।

৫. আপনার সাধের এন্ডয়েড মোবাইলটি কি ছিনতাই, চুরি বা হারিয়ে গেছে। দেরি না করে নিকটস্থ থানায় ডায়েরি করে রাখুন। না হলে ঐ সেট দিয়ে কেউ অপকর্ম করলে আপনি বিপদে পরবেন।

অপরিচিত কারো কাছ থেকে পুরনো মোবাইল কিনবেন না। এতেও জামেলায় পরতে পারেন।

৬. ভার্সচুয়াল ডলার ক্রয় বিক্রয় করতে নিরাপদ জায়গা বেছে নিন। সবসময় চেস্টা করবেন লোকজন আছে এমন জায়গা বেছে নিতে।

৭. কেউ হয়ত ফোন করে বলতে পারে বিকাশ অফিস থেকে বলছি। আপনার একাউন্টি আমরা বন্ধ করে দিয়েছি। কারণ আপনার কাগজপত্র ঠিক নেই।তবে আপনার একাউন্টে টাকা থাকলে তা এখন উঠাতে পারবেন। তবে এই সুযোগ পরে পাবেন না।

তার পর তারা কিছু প্রোসেজ বলবে।

ওদের কথামত ভূলেও কাজ করবেন না। এতে আপনার টাকা ওদের কাছে চলে যাবে।

৮. আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন পেমেন্ট সার্ভিস ব্যবহার করেন তা অবশ্যইনিজের নামে রেজিঃ করে নিবেন। সিমটি হারিয়ে গেলে সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন দিন।

৯.কেউ ফোন করে আপনার পিন নম্বর,  পাসওয়ার্ড চাইলে কখনোই দিবেন না। এমনকি যদি বলে সংশ্লিস্ট  অফিস থেকে তাও না। কারণ অফিসের পিন বা পাসওয়ার্ড দরকার হয় না।

এমন নিত্যনতুন অনেক সমস্যায় পড়তে পারেন। তবে মনে বাখবেন না বুঝে কিছু করে ফেললে তা থেকে মুক্তির উপায় কঠিন। তাই যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন।

প্রথমে এখানে প্রকাশিত হয়েছিল

টিউনটি ভাল লাগলে আমার সাইটি খেকে ঘুরে আসতে পারেন

Level 0

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

খুব ভাল একটা টিউন… তার মানে ১ম নাম্বার পয়েন্টে আপনি ১০০০ টাকা লাভবান হয়েছিলেন… 😀

    হুম। যদিও এর পর কখনোই আমার কাছ থেকে এক পয়সাও নিতে পারে নি। অনেক সময় আমাকে ফোন দিয়ে ৩০/৪০ মিনিট কথা বলেছে। তাদের কথায় সায় দিয়েছি, টাকা পাঠানোর প্রোসেজ জেনেছি, সবশেষে টাকা পাঠাই নি।

খুব সুন্দর post হয়েছে । যদিও আগে থেকেই জানা আছে তবুও ধন্যবাদ।

    জানা সত্বেও অনেক সময় ধরা খেয়ে যাই। তাই মনে করিয়ে দেয়া।

    আরেকটি কথা কমেন্টর মধ্যে যেভাবে লিংক দিয়েছেন তা টেকটিউনের নীতিমালার পরিপন্থী। এভাবে করতে থাকলে ব্যান খাবেন।

অনেক কিছু জানতে পারলাম,, যা আগে জানা ছিল না.. প্রতারকরা দিন দিন অনেক বেড়েই চলেছে,, তাই এগুলো জেনে রাখা খুব দরকার ।

    নিত্য নতুন প্রতারনা আসবেই।। তাই আমাদেরও আরো সাবধান হতে হবে।

খুবই দরকারি টিউন ।অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ।অনেক ভাল লাগছে পোস্ট টা

    সবার ভাল লাগা আর উপকারের জন্যই কস্ট করে লেখা।
    ভাল লাগলে প্রিয়তে রাখতে ভুলবেন না।

100 লিখুন আর পাঠিয়ে দিন 1212018XXXXXXXX

ei protarona amar shate hoisilo 2year age,tokhon temon ta bujtam na,pura 100takai jole gese,,next time care a call disi pore bujlam …

ei post ti shobar opokar hobe,,thanks post ti korar jonno……

    ভবিষ্যতে যাতে কেউ এরকম শিকার না হয় তাই প্রচেস্টা।

    ধন্যবাদ। তবে টিউন ক্রেডিট দিতে ভূলবেন না আশা করি।

আপনারা যে নিরাপদ তার গ্যারান্টি কি?
আর এভাবে কমেন্টে লিংক দেয়া টেকটিউনের নীতিমালা পরিপন্থী।

ভালো লাগলো

    ভাই এ ধরনের কমেন্ট করবেন না। গঠনমূলক কমেন্ট করুন, খারাপ লাগলে তাও নিখুন। শুধু nyc লিখে লিখকদের নিরুৎসাহিত করবেন না।

অতি প্রয়োজনীয় একটি টিউন, ধন্যবাদ সবাই কে সচেতন করার জন্য ।