কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আজকে সরাসরি বা অনলাইনে সেসব প্রতারনার শিকার হই সেগুলো থেকে কিভাবে মুক্তি পাব তা নিয়ে আলোচনা করব।
আমরা অনেকেই সরাসরি বা অনলাইনে প্রতারনার শিকার হই। এর বেশ কিছু কারন আছে তার মধ্যে রয়েছেঃ
১. আমাদের লোভ
২. আমাদের অজ্ঞতা
৩. তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে না পারা
৪. অতি সরলতা বা বিশ্বাস।
অনলাইনে যে ধরনের প্রতারনার শিকার হইঃ
১. ফোন করে বলতে পারে আপনি আমাদের গ্রামীন / বাংলালিংক/ রবি/ যে কোন অপারেটরের সৌভাগ্যবান গ্রাহক। আমাদের ১ / ২ কোটি গ্রাহক পূর্ন উপলক্ষ্যে ১০/২০/৩০/৪০ লাখ (যে কোন পরিমান বলতে পারে) টাকা জিতছেন।
এর খরচ বাবদ কিছু টাকা আইটপআপ করতে হবে।
এমন ফোনে কখনো টাকা পাঠাবেন না। যদি সত্যিই আপনি লটারি পেয়ে থাকেন, তবে তারা ১২১ থেকে কল দিবে। টাকা দেওয়ার আগে কাস্টমার কেয়ার এ যান। ব্যাপারটা জানুন। তবে ওরা কিন্তু বলবে কাউকে জানানবেন না।
আমাকে ২০১২ সালে এমন একটি ফোন করেছিল। এমন কি তারা আগে আমার নাম্বারে ১০০০ টাকা রিচার্জও করেছিল। বলেছিল বাকি টাকা পেতে ২০০০০ টাকা ওদের দিতে হবে। আমি বলেছিলাম আগে কাস্টমার কেয়ার এ খোজ নিয়ে নেই।
২. বিকাশ এমক্যাশ ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর মেসেজ পেলেই ভাববেন না যে টাকা এসেছে। আগে ব্যালেন্স চেক করে নিন।
৩.অনেকেই বিভিন্ন ব্লগে টিউন করেন ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কিনুন।
সাবধান। এর জন্য আপনাকে যা করতে বলেঃ 100 লিখুন আর পাঠিয়ে দিন 1212018XXXXXXXX মেসেজ দিলেন তো ধরা খেলেন। এটা ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি। এতে আপনার টাকা ১২১২ এর পরে যে নাম্বারটি দেখবেন তাতে চলে যাবে।
৪. অনলাইন কেনাবেচার সাইট (বিক্রয় ডট কম, ওএলএক্স ইত্যাদি) থেকে কোন পন্য কিনতে বা বেচতে একা বা নির্জন জায়গায় যাবেন না। এমনকি রাতের বেলায়ও যাবেন না।
৫. আপনার সাধের এন্ডয়েড মোবাইলটি কি ছিনতাই, চুরি বা হারিয়ে গেছে। দেরি না করে নিকটস্থ থানায় ডায়েরি করে রাখুন। না হলে ঐ সেট দিয়ে কেউ অপকর্ম করলে আপনি বিপদে পরবেন।
অপরিচিত কারো কাছ থেকে পুরনো মোবাইল কিনবেন না। এতেও জামেলায় পরতে পারেন।
৬. ভার্সচুয়াল ডলার ক্রয় বিক্রয় করতে নিরাপদ জায়গা বেছে নিন। সবসময় চেস্টা করবেন লোকজন আছে এমন জায়গা বেছে নিতে।
৭. কেউ হয়ত ফোন করে বলতে পারে বিকাশ অফিস থেকে বলছি। আপনার একাউন্টি আমরা বন্ধ করে দিয়েছি। কারণ আপনার কাগজপত্র ঠিক নেই।তবে আপনার একাউন্টে টাকা থাকলে তা এখন উঠাতে পারবেন। তবে এই সুযোগ পরে পাবেন না।
তার পর তারা কিছু প্রোসেজ বলবে।
ওদের কথামত ভূলেও কাজ করবেন না। এতে আপনার টাকা ওদের কাছে চলে যাবে।
৮. আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন পেমেন্ট সার্ভিস ব্যবহার করেন তা অবশ্যইনিজের নামে রেজিঃ করে নিবেন। সিমটি হারিয়ে গেলে সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন দিন।
৯.কেউ ফোন করে আপনার পিন নম্বর, পাসওয়ার্ড চাইলে কখনোই দিবেন না। এমনকি যদি বলে সংশ্লিস্ট অফিস থেকে তাও না। কারণ অফিসের পিন বা পাসওয়ার্ড দরকার হয় না।
এমন নিত্যনতুন অনেক সমস্যায় পড়তে পারেন। তবে মনে বাখবেন না বুঝে কিছু করে ফেললে তা থেকে মুক্তির উপায় কঠিন। তাই যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন।
খুব ভাল একটা টিউন… তার মানে ১ম নাম্বার পয়েন্টে আপনি ১০০০ টাকা লাভবান হয়েছিলেন… 😀