আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি, Android Phone থেকে Cable দিয়ে Computer এ Internet সংযোগ দেয়া যায়। কিন্তু আজ আমি আপনাদের দেখাব, কিভাবে Android Phone থেকে Bluetooth Device এর মাধ্যমে আপনার Computer এ Internet Connection দেয়া যায়। আর দেরি নয়, চলুন দেখে নেই।
১। প্রথমে নিচের দেয়া লিংক থেকে Software টি ডাউনলোড করে Install করে নিন আপনার Computer এ।
২। আপনার কম্পিঊটারে Bluetooth Device টি লাগিয়ে নিন। দেখবেন একা একাই Install নিয়ে নিবে।
৩। আপনার Android Phone এর Bluetooth অন করুন।
৪। আপনার মনিটরের ডানডিকের Show hidden icon এ ক্লিক করুন।
৫। Bluetooth Device টির Right বাটনে ক্লিক করুন।
৬। Add device এ ক্লিক করুন। Search হবে। আপনার Phone নাম আসবে।
৭। একটা পাসওয়ার্ড দেখাবে মনিটরের পরদায়। তা আপনার Phone এ Type করে Ok করুন।
৮। আবারে আপনার Phone এর Data Connect অন করুন। More Settings এ যান।
৯। Tethering & portable hotspot এ click করুন।
১০। Tethering & portable hotspot থেকে Bluetooth tethering মার্ক করুন।
১১। Computer থেকে Bluetooth icon থেকে show Bluetooth Device এ যান।
১২। সেখান থেকে আপনার phone টি সিলেট করুন।
১৩। ঊপরের বার থেকে connect using এ ক্লিক করুন। access point এ ক্লিক করুন। আপনার phone এ একটা request যাবে। তা allow করে দিন। দেখবেন Internet Connect হয়ে গেছে।
problem হলে জানাবেন। ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আপনাদের সারা পেলে আমি আবার আপনাদের কাছে নতুন কিছু নিয়া আসার চেষ্টা করব।
আমি অভি নভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।