১. আপনি কি জানেন ? খুব সহজে আপনি টাইমার তৈরি করতে পারেন গুগলে।
২. আপনি কি জানেন ? কোন শিল্পীর কিংবা ব্যান্ডের গানের তালিকা সহজেই পেতে পারেন গুগলে।
৩. প্রিয় লেখকের বইয়ের তালিকা দরকার ? সাহায্য নিন গুগলের।
৪. আপনি কি জানেন ? ফ্লাইটের তথ্য দেখতে পারেন গুগলের মাধ্যমে।
৫.আপনি কি জানেন ? গুগল জানে। আগামীকাল সূর্যোদয় কখন ? গুগলকে জিজ্ঞাসা করে দেখুন।
৬. বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম জানতে চান ? গুগল করেই দেখুন।
৭. Recursion লিখে গুগলে সার্চ দিলে গুগলের মাথা খারাপ হয়ে যায় নাকি ?
৮. Festivus লিখে সার্চ দিন, বাম পাশে একটি অ্যালুমিনিয়াম বার দেখাবে।
৯. zerg rush লিখে সার্চ দিলে গেম শুরু হয়ে যাবে সার্চ রেজাল্ট পেজে।
১০. আপনি কি জানেন ? কোন শব্দের উৎপত্তি এবং বিস্তারিত পেতে চাইলে নিচের মত চেষ্টা করে দেখতে পারেন।
১১. আপনি কি জানেন ? দুটি খাবারের তুলনা করতে গুগল বেশ পারদর্শী।
আপনারা আমার জন্য আর্শীবাদ করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
আমি দেবতা হেমব্রম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কখনো হারিনি। জিতেছি না হয় শিখেছি। আমার ওয়েবসাইট https://debotahembram.com
Google এর সব গুলো এই সাইটে আছে 🙂 elgoog.im …. আর Bing এর সব গুলো এখানে আছে একসাথে gnib.org । ধন্যবাদ 🙂