কপি প্রোটেক্টটেড সাইট থেকে কপি করুন পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে।

Image Source:Google
ধরুন আপনি কোনো একটা আর্টিকেল পড়লেন অনলাইনে।আর সেটা আপনার জন্য খুব জরুরী একটা আর্টিকেল।তাই আপনি চাচ্ছেন আর্টিকেলটা কপি করে রাখতে।কিন্ত কপি করতে গিয়ে দেখলেন মাউসের  রাইট বাটন কাজ করতেছেনা।মনে মনে ভাবলেন মাউসটা বুজি গেলো।আরও কয়েকবার গুতাগুতি করতে গিয়ে বুঝলেন, এই সাইটের এডমিন মহাশয় একটা স্ক্রিপ্ট ছাইড়া দিছে সাইটে।যার কাজ হলো আপনার আর আমার মতো যারা কপি মারায় ওস্তাদ, তাদেরকে আটকানো।কিন্তু ওই যে বললাম, আর্টিকেলটা জরুরীভাবে কপি করা দরকার।
এখন কি করবেন??
চলুন আমি আপনাকে বলছি।

শুরু করার আগে বলে রাখছি যে, কোনো ব্লগ বা নিউজ পেজ থেকে কোনো কিছু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া খুবই নিম্নমানের কাজ।তবে ব্যাক্তিগত কাজে ব্যবহার করা অন্য জিনিস।আর যদি একান্তই ব্যাবহার করতে চান, তবে লেখকের অনুমতি নিয়ে নিবেন।

প্রথমে আপনার গুগুল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন-
তারপর Address Bar এ Type করুন- chrome://extensions/  
এবার এন্টার প্রেস করলেই নিচের মতো এক্সটেনশন পেজ ওপেন হবে।

  
 এবার Get More Extension এ গিয়ে সার্চ করুন-Quick Javascript Switcher
 এবার এক্সটেনশনটা এড করে নিন।
এখন কপি করার পালা--
যেকোনো কপি প্রোটেক্টেড সাইটে যান। তারপর নিচের মতো করে কাজ করুন।
http://i.imgur.com/hq41Beb.png 
 মার্ক করা আইকনে ক্লিক করলেই পেজটা রিলোড হবে।
Now Enjoy..
প্রথম প্রকাশিত  এখানে
আমার সাইট ঘুরে দেখার আমন্ত্রন রইলো- ফালতুসাইট.নেট
শেষকথাঃ আমি শুধু শেখানোর উদ্দেশ্যে আপনাদের সাথে এটা শেয়ার করেছ।আর কোনো সাইট থেকে কপি করার আগে রাইটারের অনুমতি নেওয়া উচিত।
ধন্যবাদ।  

 

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা নিয়ে আামি একটা টিউন করছিলাম… ফায়ারফক্স এর জন্য…
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/357610

    হুম…আপনার টিউনটাও ভালো।তবে আমি ফায়ারফক্স এর ট্রিক্সটা জানতামনা।

Level 2

লিখা সিলেক্ট হয়না