নানা কারণে অনেকের ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট বন্ধ হওয়া মানে অ্যাকাউন্টের সব তথ্য চিরতরে হারিয়ে যাওয়া! এসব তথ্যের নিরাপত্তার জন্য ফেইসবুক থেকে তথ্যগুলো ডাউনলোড করে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। সম্প্রতি ফেইসবুকের চালু করা হয়েছে 'ডাউনলোড ইওর ইনফরমেশন' সুবিধা। এর মাধ্যমে ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড করে রাখা যায়।
যে ভাবে ব্যাকআপ করবেন
ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার হোমপেইজের ওপর ডানপাশে
Accounts-এ ক্লিক করুন।
ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
এখান থেকে Account Settings-এ ক্লিক করুন।
নতুন যে পেইজটি খুলবে তার একেবারে নিচে
Download your information নামে একটা ট্যাব পাবেন।
ear more লেখার উপর ক্লিক করুন। এরপর Download বাটনে একটি ক্লিক করুন,
এখন আবার Download বাটনে একটি ক্লিক করুন।
এবার ফেইসবুকে দেওয়া ই-মেইল অ্যাকাউন্টে আসা একটি মেইলে একটা লিংক পাবেন (মেইল পেতে কয়েক ঘণ্টা দেরি হতে পারে)। লিংকটিতে ক্লিক করুন। নতুন যে পেজটি খুলবে সেখানে আপনার ফেইসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে ক্লিক করলে আপনার ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।
ব্যাকআপ ফাইল যেভাবে দেখবেন
ডাউনলোড হওয়া তথ্যের ফাইলটি জিপ ফাইল হিসেবে থাকবে। প্রথমে সেটি আনজিপ করুন। এবার যে ফাইলটি ওহফবী নামে পাবেন সেটি কোনো ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন (ওপেন উইথ থেকে ব্রাউজার নির্বাচন করতে হবে)। এবার ফাইলটির অফলাইনে তথ্যগুলো দেখতে পারবেন। অ্যালবাম ফোল্ডারে ছবিগুলো পাবেন।
টিউনটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবা
সবাই ভাল থাকুন সবসময়
আমি মুহাম্মদ মঈনউদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 207 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি: মোঃ মঈনউদ্দিন জীবনের লক্ষ্য :মানুষের মাঝে বেঁচে থাকা। ভাল লাগে :সুন্দর কিছু দেখলে। খারাপ লাগে :যখন কেউ দেশের বিরুদ্দে কথা বলে, যখন নিজেকে ছোট মনে হয়, যখন ধর্ম নিয়ে কেউ বাজে কথা বলে। আনান্দ পাই :উপহার দিতে। কষ্ট পাই :অবাঞ্চিত কথাতে। শ্রদ্ধা করি :বাবা-মাকে। ঘৃণা করি :অভিশাপ দেওয়া, আত্মহত্যা...
valo