আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।
আবারও আপনাদের মাঝে ফিরে এলাম।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি অতি দরকারি ট্রিকস। এই ট্রিকসটি কাজে লাগবে তাদেরই যারা ফেইসবুক পেইজ চালান। যারা Facebook Page চালান তাদের অনেক সময় অনেক ফ্রেন্ড বা ফ্রেন্ডলিষ্টের সবাইকে দাওয়াত (Invite) পাঠাতে হয়। কিন্তু ফেইসবুকের নিয়ম অনুযায়ী সবাইকে এক সাথে পাঠানো যায় না।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ট্রিকসটি। এই কাজে লাগিয়ে আপনি আপনার ফ্রেন্ডলিষ্টের সকল বন্ধুদের কাছে একসাথে দাওয়াত পাঠাতে পারবেন। এতে আপনার কোন সমস্যা হবে না।
তাহলে চলুন কাজ শুধু করা যাক। গুগল ক্রোম এবং ফায়ারফক্স এই দুটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১| প্রথমে আপনি যে পেইজের দাওয়াত পাঠাবেন সেই পেইজে যান। তারপর Build Audience > Invite Friends এ ক্লিক করুন।
২| তারপর আপনার কী-বোর্ডের Ctrl+Shift+J এ তিনটি বাটন একসাথে চাপুন।
৩) তারপর নিচ থেকে যেকোণ একটা বাংলা অথবাঃ এংরেজী ভার্সনের স্ক্রিপ্টটা নোটপেট দিয়ে ওপেন করে Ctrl+A চাপ দিয়ে সব কোড কপি করুন । তারপর ঐ ইন্সপেক্ট ইলিমেন্ট বক্স এ পেস্ট করুন ।
var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
এখন কিছুক্ষন সময় অপেক্ষা করুন। তারপর দেখবেন সবার কাছে Invite Send হয়ে গেছে।
আশাকরি একটু হলেও ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন।
কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।
তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে।
আমাকে ফেসবুকে পাবেন এখানে।
আমি আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন থেকে Tips টা খুজতেচিলাম। অনেক অনেক thanks.