Facebook এ এখন অনেকে ই Friend Request পাঠাতে পারেন না। তারা একটু চেষ্টা করলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাদের অনেক গুলো Request Pending হয়ে আছে তাদের ই সাধারনত এ সমস্যা দেখা দেয়। Request Pending গুলো দেখার জন্য ওপরে ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে।আপনার অপ্রয়োজনিয় Friend Request যাদের পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন। দেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে। এভাবে আপনি কিছুটা হলেও ও মুক্তি পেতে পারেন।
তবে Facebook সিকিউরিটির জন্য আগের মত যাকে তাকে Friend Request পাঠানো বন্ধ করে দিয়েছে। তাই আপনি এখন শুধু আপনার পরিচিত দের Request পাঠাতে পারবেন।
আর আপনারা আরো ভালো কিছু জানলে জানাবেন, সবার উপকার হবে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
many many thanks brother