Facebook এর Friend Request নিয়ে সমস্যা ও সমাধান

Facebook এ এখন অনেকে ই Friend Request পাঠাতে পারেন না। তারা একটু চেষ্টা করলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাদের অনেক গুলো Request Pending হয়ে আছে তাদের ই সাধারনত এ সমস্যা দেখা দেয়। Request Pending গুলো দেখার জন্য ওপরে ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন  তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে।আপনার অপ্রয়োজনিয়   Friend Request যাদের পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন। দেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে। এভাবে আপনি কিছুটা হলেও ও মুক্তি পেতে পারেন।

তবে Facebook সিকিউরিটির জন্য আগের মত যাকে তাকে Friend Request পাঠানো বন্ধ করে দিয়েছে।  তাই আপনি এখন শুধু আপনার পরিচিত দের Request  পাঠাতে পারবেন।

আর আপনারা আরো ভালো কিছু জানলে জানাবেন, সবার উপকার হবে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

many many thanks brother

ভাল টিপস্……………..

ভাই আপনি নিজে দেখেছেন? আমি তো দেখলাম হয় না। শুধু যারা Friend হিসেবে আছে তাদের নাম দেখায়। Request গুলো দেখায় না। আর আমার জানা মতে আপনার জিনিসটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অন্য ভাবে Pending Request দেখা যায়। এখানে দেখতে পারেন।

    জি ভাইয়া আমি নিজেও ব্যবহার করি

Level 0

http://apps.facebook.com/friendrequests/
use it….it is more useful for getting pending list… 🙂

ভাই এখন ফেসবুকে পরিচিত গুলাও অপরিচিত হিসেবে দেখায়। ভাল টিপস্। ধন্যবাদ

অনেকদিন জানতাম না। তবে এখন কাউকে এড করিনা। আজ আবার আইডি ডিলিট করার রিকোয়েস্ট করেছি। বিরক্ত লাগে ফেসবুক

যারা যারা মনে করেন যে টিটিতে তাদের প্রোফাইল পিকচার কই গেল বুঝছেন না, আপাতত এইটা দিয়ে ঠিক করে নেন। ছবি ছাড়া খারাপ লাগে।

ভাল তথ্য । ধন্যবাদ

    আপনাকে ধন্যবাদ আতিক ভাই

ato kosto korta cai na . easy kora dan

    আমি নিজেও চাই না। তবে এটি খুব সহজ

Bhai remove request dile remove request a ai Leka gulu ashe ( How To Remove a Pending Friend Request:
In the top-right Facebook menu, select Account, Edit Friends (or facebook.com/friends)

In the upper-left, search on your friend’s name in the white Search Friends search box
(not the blue search box at the top)

Click the “x” on the right side to remove the request)}
ababe delio hoina. Ki korbo ? plz Help,,