কম্পিউটার কে সাজিয়ে নিই নিজের মত করে !!

প্রিয় ভাই/বোন,
কেমন আছেন আপনারা সবাই? আমি ভাল নাই। আমার mid term exam চলছে। কিন্তু জ্বর । আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি । আপনাদের মাঝে না থাকলে ভাল লাগে না ।আমি আজ আপনাদের কিছু registry file দিব যা আপনার কম্পিউটার কে সুরক্ষিত করবে ইনশাআল্লাহ্‌ ।

১। ENABLE TASK MANAGER :

নিচের লিখা কপি & পেষ্ট করুন notepad এ & সেভ করুন 1.vbs হিসাবে

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
"DisableTaskMgr"=dword:00000000

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Group Policy Objects\LocalUser\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
"DisableTaskMgr"=dword:00000000
"**del.DisableTaskMgr"=" "

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\system\]
"DisableTaskMgr"=dword:00000000

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon]
"DisableCAD"=dword:00000000

২। DISABLE LOW DISK NOTIFICATION : কপি & পেষ্ট করুন নোটপ্যাড এ । & সেভ করুন 2.vbs নামে ।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]

"NoDriveTypeAutoRun"=dword:00000000

"CDRAutoRun"=dword:00000000

"NoLowDiskSpaceChecks"=dword:00000001

ভাল লাগলে কমেন্ট করবেন অবশ্যই । আর দোয়া করবেন যেন সুস্থ হই তাড়াতাড়ি । আল্লাহ হাফেজ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আল্লাহ যাকে পছন্দ করেন বেশি, তাকে রোগ-জ্বরা দেন পরীক্ষা করার জন্য।
দোয়া করি যেন ভালো হয়ে উঠুন।
টিউনের জন্য আন্তরিক ধন্যবাদ

thanks alot for ur post,and we all techtuners reader praying 4 u.so soon u will be good,inshaallah,remember any disease means,its little relieve for health,never take tension moor,
if possible pls i need ‘net speedup’ best one for win7

    ধন্যবাদ শাহেদ ভাই । আমাকে আপনারা এত টা ভালবাসেন জানতাম না !! আমি সুস্থ হয়েই windows 7 সম্পর্কে লিখবো ।

ডাক্তারের কাছে গেছেন ?

    না ভাইয়া এখনো যাওয়া হয়নি । যাব আজ। দোয়া করো আমার জন্য।

    Level 0

    @ স্বাধীন ভাই
    ভাই আপনি কই …? এখন আপনাকে টি টিতে কম দেখা জাই কেন?
    সিনিউর ভাইরা যদি আমাদের দিকে না তাকান আমদের ভুল কে দরবে?
    বলেন………………?
    আশা করি টি টিতে আগের মত তাকবেন।
    ভাল তাকবেন…

আপনার সুস্থতা কামনা করছি।

    ধন্যবাদ ভাইয়া…আমাকে আপনারা অনেক ভালবাসেন তা বুঝতে পারছি।

Level 0

টিউন ভাল হইচে।
আর দোয়া করি যেন সুস্থ হয়ে উটেন তাড়াতাড়ি।
ভাল থাকবেন।

    অনেক ধন্যবাদ ফারুক। আমি তোমাদের দোয়ায় আবার ফিরে আসবো ইনশাআল্লাহ্‌।

আশা করি আল্লাহপাকের আসীম রহমতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

আল্লাহর কাছে আপনার সুস্থ কামনা করি

ধন্যবাদ আমার ভাইয়েরা, আমার জন্য প্রার্থনা করার জন্য।আমি এমন কি পাপ করলাম যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে ?? মনে হচ্ছে মৃত্যু খুব সন্নিকটে ।
আমি তো আপনাদের মাঝেই থাকতে চেয়েছিলাম …মানুষ কে উপকার করাই কি পাপ?

তবে মনে হচ্ছে আমি আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হব।

কাজের জিনিস ধন্যবাদ।