চলুন জেনে নিই ফেক ফেসবুক আইডি চেনের কিছু সহজ উপায়

আসসালামুয়ালাইকুম,
বর্তমান সময়ে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। একই সাথে বেড়ে চলছে ফেক বা ভুয়া ফেসবুক প্রোফাইলের সংখ্যা। এসব ফেক আইডি সামাল দিতে ফেসবুক কর্তৃপক্ষকেই রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে মোট ফেসবুক অ্যাকাউন্টের প্রায় ৩০ ভাগই ভুয়া ! ফেক আইডি চেনা অনেক সময় যদিও অনেক কঠিন হয়ে পরে, তবুও সাধারণ কিছু বিষয় খেয়াল করলে এ বড়ম্বনা থেকে বাঁচা যায়। চলুন দেখে নেই ভুয়া ফেসবুক আইডি চেনার কিছু উপায়।

প্রথমেই লক্ষ করুন প্রোফাইলে কটি প্রোফাইল ছবি আছে। ফেক আইডিতে সাধারণত ১ টি বা দুটির বেশি প্রোফাইল ছবি থাকে না। তবে অনেক সময় আসল আইডিতেও কম প্রোফাইল ছবি থাকতে পারে। সে ক্ষেত্রে প্রোফাইল ছবিটি ডাউনলোড করে গুগল ইমেজের সার্চ বাই ইমেজ অপশনের সাহায্যে দেখে নিন অই ছবি ইন্টারনেটে আরো আছে কিনা। কারণ ফেক আইডি তে সাধারণত ইন্টারনেট সার্চ করে ডাউনলোড করা ছবিই প্রোফাইল ফটো হিসাবে দেয়া থাকে।fb fake id

ফ্রেন্ড লিস্ট পাবলিক করা বা ফোন নাম্বার পাবলিক করা অ্যাকাউন্ট সাধারণত ফেক হয়ে থাকে।
টাইমলাইন চেক করুন। যদি কোন ওয়েবসাইট বা ফেইসবুক পেইজের লিংক বারবার টিউন করে, তাহলে সেই আইডির ফেক হবার সম্ভাবনা অনেক।
প্রোফাইলের About এ দেখুন, হোম টাউন, কারেন্ট টাউন, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য তথ্যের মধ্যে মিল আছে কিনা।

জন্মতারিখ চেক করুন। বেশিরভাগ ফেক আইডি তে জন্মতারিখ হিসেবে ১ জানুয়ারি বা ১৪ই ফেব্রুয়ারি দেয়া থাকে।

গবেষণায় দেখা গেছে বেশির ভাগ ফেক ফেসবুক অ্যাকাউন্টই মেয়েদের পরিচয়ে খোলা হয়। তাই মেয়ে আইডির ব্যাপারে একটু বেশি সতর্ক থাকবেন।
সবশেষে নিজের উপর বিশ্বাস রাখুন। সতর্কতার সাথে উপরের বিষয়গুলো খেয়াল করুন। ফেক আইডি ধরা পরবেই ইনশাআল্লাহ্‌।
সবাই ভাল থাকবেন। খোদা হাফেজ।

Level 0

আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার কিন্তু ফ্রেন্ড লিস্ট পাবলিক করা । 🙁