টেকটিউনের ভাইসব কেমন আছেন। আমি টিউনারটিউনের পক্ষ থেকে রমজান মাসের শুভেচ্ছা জানাইলাম। আশা করি ভালই আছেন। তাছাড়া এই মাসতো আপনাদের রমজান মাস। তাহলে আরও ভাল থাকবেন। তাহলে চলুন বিষয়টা আলোচনা করেই ফেলি। আজকের বিষয়টা আমি আমার জিপির ট্রিকটার সাথেই সম্পর্কিত করে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তাহলে যেহেতু আপনি এই বিষয়টার জানার জন্য আগ্রহী তাহলে তারজন্য আপনাকের আগের জিপি ফ্রিনেটের ট্রিকটা একবার দেখতেই হবে। নাহলে আপনি শুরু থেকে কিছুই বোঝবেন না। জিপির ট্রিকটা জানতে এই লিংকটাতে ক্লিক করুন।
নিশ্চই আপনি ট্রিকটা পড়ে নিয়ে ছেন? কি বোঝলেন?? তবে অনেকেরি সাধারন ভাবেই প্রক্সি সাইটের মাধ্যমে বিগ ফাইল ডাউনলোড হয়ে থাকে যেমনটা আমার। এখন যাদের প্রক্সি সাইটগুলা ইউজ করার পরেও ডাউনলোড ফেইল হয় তাদের জন্যই মূলত এই টিউনটা। অবশ্যই আপনি এখন অফিশিয়াল অপেরা মিনি এবং অফিশিয়াল সেটিং ইউজ করবেন। যেকোন প্রক্সি সাইট দিয়ে ফাইল ডাউনলোড করার জন্য ফাইলের একেবারে ডাউনলোপের পেজে যান। ভয় করছে?? ভয়ের কিছু না ভাই। এটা নতুন কিছুই না। আপনিও এই কাজটা হয়ত অনেকবার ব্যবহার করেছেন। তাহলে এবার ডাউনলোড বাটনে ক্লিক করেন। নিচে ছবি দিলাম দেখুন ফাইল ডাউনলোড ওয়ারনিং এসেছে। এখন আমরা সেব করব। সেভ বাটনে ক্লিক করুন।
এখন ডাউনলোড শুরু হলে তাকে এভাবেই থাকতে দিন মানে মিনিমাইজ করবেন না। মিনিমাইজ করলে পরে অর্ধেকে গিয়ে সমস্যা হবে তাইল ব্রাউজিং পেজেই ডাউনলোডকে রেখে দিন। ছবিটা দেখুন
আমি কিন্তু এখনও বলছি ডাউলোড মিনিমাইজ করবেনই না দেখবেন আপনার ডাউনলোড চলেই যাচ্ছে। আশা করি সমাধান পেয়েছেন। তারপরও যাদের করেও হচ্ছে না তারা টিউমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আমার সাইট টিউনারটিউন
আমি অপু দেববর্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BAN Vs IND Live Match On http://www.a2zbd.net/2014/06/watch-live-cricket-match.html