বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রেমিকাকে মেইল করতে গিয়ে সেই মেইল ভুল করে বসের এড্রেসে পাঠিয়ে দিয়েছেন? দশ সেকেন্ড পর মনে হলো হায় হায় কি হলো এটি!!! হ্যা এমন সমস্যার কথা চিন্তা করেই জিমেইল থেকে পাঠানো মেইল ৩০ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। হ্যা এমন সমস্যার কথা চিন্তা করেই জিমেইল একটি বিশেষ ব্যাবস্থা চালু করেছে। এখন থেকে জিমেইল দিয়ে পাঠানো মেইল ৩০ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। অনেকের কাছে হয়তো এটি পুরনো খবর। নতুন খবরটি হলো জিমেইল এই সিস্টেমটি ৫ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩০ সেকেন্ডে নেয়া হয়েছে। কথা না বাড়িয়ে কাজটি কিভাবে করবেন সেটি বলা যাক। জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমেইল ল্যাব সমর্থন করে না, সে ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।
আমি SM Nahid Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিপস…