অন্যের পিসিতে কী ঘটছে তার উপর নজরদারী করার অভ্যাস বা ইচ্ছাটা সবারই থাকে। কারণ এটা মানুষকে একটা অন্যরকম আনন্দ দেয়। একটা হ্যাকার হ্যাকার ভাব আসে নিজের ভেতর। তো, আজ আমরা হ্যাকিং না, বেশ ভাল কাজের জন্য কীভাবে অন্যের পিসি একসেস করতে হয় সেটার উপর কিছু দেখব। আগে LogMeIn নামে একটা ভাল সফটওয়্যার ছিল এটার জন যেটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধার সাথে অন্যের পিসি একসেস করা যেত। কিন্তু সেটা এখন আর ফ্রী ইউজ করা যায় না। তাই, সেটার কথা বাদেই লিখলাম। আজ আমরা কয়েকটি সফটওয়্যার ও পদ্ধতির মাধ্যমে অন্যের পিসি কীভাবে বিভিন্ন কাজে একসেস করা যায় সেটার উপরই আলাচনা করব।
এখানে মূলত ২ টা পিসি থাকবে বা ২ এর অধিকও হতে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আর আপনার পিসি থাকবে অন্য সব পিসি কন্ট্রোল করার জন্য। এভাবে আমরা আজ এই বিষয়ের উপর একটা আলোচনা করব।
প্রথমে সবথেকে সহজ যে উপায়টা সেটা হল স্কাইপি। যেটা প্রায় সবার পিসিতেই ইনস্টল করা থাকে। এটার মাধ্যমে আপনি অন্য কারও পিসি সরাসরি কন্ট্রোল করতে না পারলেও অন্যের পিসির সবকিছু দেখতে পারবেন। এটা আপনার মা বাবা, বা ভাই বোনের কোন সমস্যা হলে সেটা সলভ করে দেবার জন্য একটা খুবই ভাল পদ্ধতি।
আসলে স্কাইপির মাধ্যমে আপনি শুধুমাত্র অন্যের সাথে কথা বলা বা ভিডিও চ্যাটিং ছাড়াও এটা অনেক কাজে ইউজ করতে পারেন। আর এই কাজের জন্য আমরা স্কাইপির যে সার্ভিসটা ইউজ করব সেটা হল স্ক্রীণ শেয়ার।
এর জন্য প্রথমে যার পিসি আপনি দেখতে চাইছেন তার সাথে স্কাইপিতে কল করুন ও কানেক্ট করুন। ততারপর তাকে বলুন স্কাইপির নিচের দিকে + বাটনে ক্লিক করে Share screen অপশনটা চযেজ করতে। তারপর আপনি আপনার পিসি থেকে তার পিসিতে কী কী ঘটছে সবকিছুই দেখতে পাবেন।
আপনি যার পিসির সবকিছু দেখতে চাইলে তাকে কোন নির্দ্টি উইন্ডোর বদলে পুরো স্ক্রীণ শেয়ার করতে বলুন।
আপনি যদি ইনস্ট্যান্টলি কারও কোন সমস্যা সমাধান করে দিতে চান তাহলে স্কাইপির মাধ্যমে তার স্ক্রীন দেখে নির্দেমনা দিতে পারেন।
গুগলের নতুন একটা সার্ভিস Chrome Remote Desktop এর মাধ্যমে অন্যের পিসি একসেস করতে পারেন কিন্তু এটার জন্য উভয় পিসিতে অবশ্যই গুগল ক্রোম ও Chrome Remote Desktop অ্যাপ ইনস্টল থাকতে হবে। আপনি ক্রোম রিমোট ডেক্সটপ অ্যাপটি Chrome Web store থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারেন। এটা ইনস্টল ও সেটাপ করার জন্য আপনি এই টিউনটি দেখতে পারেন।
এটা মুলত মাঝে মধ্যে অন্যের পিসি কন্ট্রোল করা বা কোন দরকারে ইউজ করার জন্য ভাল।
Back to My Mac হল অ্যাপেল iCloud এর একটা সার্ভিস। এটা শুধুমাত্র এ্যপেল ডিভাইসে সাপোর্ট করে। এটা চালু করতে আপনাকে System Preferences ওপেন করে iCloud আইকনে ক্লিক করতে হবে। এবং তারপর Back to My Mac এর চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিন। আপনি শেয়ারিং ট্যাব থেকে Screen Sharing ও এনাবেল করতে পারেন।
২ টা পিসিতেই একই এ্যপল আইডি এবং ১ টাই ইউজার একাউন্ট থাকা লাগবে।
২ টা পিসিতেই Back to My Mac এনাবেল করার পরে ২ টা পিসি থেকেই ২টা পিসির স্ক্রীণ দেখা যাবে। এবং আপনি সাইডবারে একটা আইকন দেখতে পাবেন। এ্ই আইকনে ক্লিক করলে ফাইল শেয়ারিং, স্ক্রীণ শেয়ারিং প্রভৃতি অপশন চালু করতে দিবে।
এটা থেকে বেস্ট সার্ভিস পেতে হলে আপনার রাউটার বা ফায়ারওয়াল কে একটু সেটিং করে নিতে হবে।
ম্যাক ইউজারদের জন্য যেকোন সময় ২ টা পিসি কানেক্ট করা ও ফাইল শেয়ারিং সহ অন্যান্য কাজ করার জন্য সবথেকে ভাল একটা সার্ভিস।
টিম ভিউয়ার হল একটা অত্যান্ত ভাল পিসি কন্ট্রোলিং সফটওয়্যার এবং এটাতে লগমিইন এর প্রায় সব ফিচারই রয়েছে। এটা মূরত সবথেকে বেশী ব্যাবহৃত একটা সফটওয়্যার। এটা নিয়ে কাজ করতে হলে নীচের স্টেপগুলো ফলো করুন।
টিমভিউয়ার এর মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার ও স্ক্রীণ শেয়ার করতে পারবেন। এটার মিটিং নামের একটা ফিচার রয়েছে যেটা আপনার ও আপনার টীম মেম্বারদের পিসির স্ক্রীণ শেয়ারিং এর সুবিধা দেয়।
টিমভিউয়ার মূলত আপনার কোন ফ্রেন্ড বা কলিগ এর সাথে কোন প্রজেক্টে কাজ করার জন্য সবথেকে ভাল একটা সফটওয়্যার।
OpenVPN রিমোট একসেসের জন্য একটা ভাল সার্ভিস কিন্তু এটার অনেক ঝামেলাও রয়েছে। আপনার হোস্টে OpenVPN সেটাপ দিন এবং আপনার ক্লায়েন্ট ম্যাক বা পিসি বা মোবাইলে OpenVPN সেটাপ করুন। তারপর একসেসের জন্য স্ক্রীন শেয়ারিং বা VNC ইউজ করতে পারেন। এটার সেটাপ প্রসেসটা অনেক বড় এবং ঝামেলাপূর্ণ। তাই এখানে বর্ণণা করা সম্ভব হল না। আপনি নীচের দুইটা লিংক থেকে এটার টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন।
যারা মূলত বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট ইউজ করতে চান তাদের জন্য সবথেকে ভাল একটা সার্ভিস।
এই টিউনটিতে গঠনমূলক কাজের জন্য অন্যের বা নিজের পিসি একসেস করার জন্য কিছূ সফটওয়্যার শেয়ার করা হয়েছে। এই কাজের জন্য লগমিইন ছিল একটা বেস্ট সফটওয়্যার। কিন্তু সেটা এখন ফ্রী না থাকায় আপনি এগুলোর ভেতর যেকোন একটা ইউজ করতে পারেন আপনার দাকার অনুযায়ী।
সবাইকে ধন্যবাদ। আর কিছূ না বুঝলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
nyc bro.. so helpful… thnx