আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ফেইসবুক প্রোফাইলে ট্যাগ করতে পারবে না।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।আজ আমি আপনাদের ছোট্র একটা সমাধান দিব।যা আপনার কাছে,আমার কাছে বা প্রায়ই সবার কাছেই বিরক্তিকর একটা বিষয়।আমরা অনেকেই সোসিয়াল সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি http://www.facebook.com এই সাইট ভিজিট করি।আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের টাইমলাইনে অন্য কেউ ট্যাগ করেছেন বাজে বা বিরক্তিকর স্ট্যাটাস।আপনি জানেন না অথচ আপনার ফটতে ট্যাগ করা হচ্ছে।যা আপনার জন্য খুব খারাপ।বর্তমানে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন এতে আপনার অনুমতি ছাড়া আর কেউ আপনার ফটো বা টাইমলাইনে ট্যাগ করতে পারবে না।এ জন্য আপনাকে যা করতে হবে নিচে দেওয়া হল।

প্রথমে Settings এ যেতে হবে।

নিচের চিত্র লক্ষ্য করুন।

এর পর বাম পাশের অপশন থেকে Timeline and Tagging এ ক্লিক করুন।নিচের চিত্র লক্ষ্য করুন।

এরপর Review posts friends tag you in before they appear on your timeline এখানে off থাকলে on করে দিন।

নিচের চিত্র লক্ষ্য করুন।

আপনার কাজ শেষ।এর পর আপনাকে আর কেউ আপনার অনুমতি ছাড়া ট্যাগ করতে পারবেনা।

(তবে যারা জানেন তাদের জন্য এই টিউন নয়।)

আজ এ পর্যন্তই।দেখা হবে আবার কোন এক সময় নতুন কোন টিউন নিয়ে।সে পর্যন্ত ভাল থাকুন,সুস্থ থকুন।

যারা আমার আগের টিউন দেখেন নাই এখানে দেখে নিতে পারেন

আমাকে ফেইসবুক পেজে পেতে এখানে ক্লিক করুন

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মানে কি ??
এইসব পোষ্ট তো গুনলে হাজারটা পাওয়া যাবে টিটি-তে, এরপরও এই পোষ্ট করার কি মানে আছে ??

    দেখুন টিউনার তো খারাপ কিছু লিখেনি ৷ আর এর জন্য তিনি টাকাও পান না ৷ সবাই সব কিছু যে জানবে তার কোন বাধ্যবাধকতা নাই ৷ এভাবে বললে টিউনার উৎসাহ হারিয়ে ফেলে ৷ হয়তো এই টিউনারের কোন টিউনই আপনার কোনো কাজে লাগতে পারে

      আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলের কথার সঠিক উত্তর দেওয়ার জন্য।এই রকম কিছু tt এর মেম্বার আছেন যারা নিজেকে অনেক বড় ভাবেন কিন্ত কিছুই শেয়ার করতে পারেন না অথচ অন্যের ভূল ধরেন।নীল আপনি হাজারটা কেন ৫০ টা tt তে খুজে দেখায়েন তো দেখি।

    এই টিউনটি আমার অনেক উপকারে আসবে। আগের হাজারটা আামর চোখে পড়েনি। উপকারেও আসে নি। দয়া করে এভাবে কেউকে নিরুৎসাহিত করবেন না।

bhaiya apni janen but jara janena Tara ki korbe.AME tader kotha vebai tune Koresi.

নীল@ ভাই আপনি জানেন তাই এই কথা বলতেছেন কিন্তু যারা জানেনা তাদের জন্ন্য নতুন, আপনার ভাল না লাগলে আপনি পইরেন্না

    আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলের কথার সঠিক উত্তর দেওয়ার জন্য।রনি ভাই কেউ জানলে এই রকম কমেন্ট করেনা।তারাই করে যারা অন্যের ভুল ধরে কিন্তু নিজের টা না।কথায় আছেনা অল্প বিদ্যা ভয়ংকারী।আমার তো মনে হয় নীল ভাইয়ের সে রকম কিছু।

Level New

আমার উপকার হয়েছে, আমি বিষয়টা জানতাম না।

দরকারী একটি টিউন, সরাসরি প্রিয়তে নিলাম। পাবলিশ করার জন্য ধন্যবাদ।

Khob Valo na Tabe Valo

দারুণ টিউন ভাই৤ @নীল ভাইঃ আপনার আর্কাইভ তো দেখলাম একটা পোষ্ট তো করেন নাই খামোখা টিউনারদের নিরুৎসাহিত করেন কেনো? ইদানিং আমি টেকটিউনে পোষ্ট করা বাদ দিয়েছি কিছু টিউনার ভাইদের বাজে মন্তব্যের জন্য৤ সবাই আছে অন্যের ভূল ধরতে৤ এত যধন শখ ভূল ধরার তাহলে মডারেটর ই হয়ে বসে থাকেন না কেনো? কথাগুলো আমার সম্পূর্ণ ক্ষোভের বর্হিপ্রকাশ করছে৤ তাও আমার অনুরোধ ঐসব টিউনার ভাইদের যারা টিউনারদের নিরুৎসাহিত করেণ পোষ্ট করতে৤

কিছু কিছু টিউনারদের জন্য আমি টিউন করতেই ভয় পাই। তাই করি না। মনে হয় কি যেন একটি ভুল ধরে বের করবে। যা হোক, মজা লাগলো কমেন্টগুলো পড়ে। আর ধন্যবাদ কষ্ট করে সুন্দর করে ছবিসহকারে গুছিয়ে টিউনটি করার জন্য।

Apnakao dhonobad