ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য মার্কেটপ্লেস গুলোর মদ্ধে একটি। বাংলাদেশের অনেকেই এখন এখানে জড়িত। মুক্ত পেশা হিসেবে এখানে যে-কেউ সফল হতে পারেন। তবে অনেকেই মনে করেন আপওয়ার্কএ কাজ পাওয়া অসম্ভব কঠিন একটা ব্যাপার। কিন্তু এটা মোটেই ঠিক নয়। সঠিক গাইডলাইন বা দিকনির্দেশনা পেলে আপনিও সফল হতে পারেন আপওয়ার্কএ এবং হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। তবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা ভালোভাবে না জানার কারণে অনেকে সফলভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন না। এ জন্য জানতে হবে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা-অসুবিধাসহ সবকিছু। তাই নতুনদের জন্য আপওয়ার্ক এর কিছু টিপস।
প্রোফাইল তৈরী :
অনেক ফ্রিল্যান্সার (নতুন) আছেন যারা জব ক্যাটাগরি ইনটারেস্টে অনেকগুলো এরিয়া সিলেক্ট করেন। এটি করবেন না কারন এতে করে আপনার স্পেশালিটি বুঝা যায়না। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। কেউ যদি ওয়েব সংশ্লিষ্ট কোন কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। Resume এ আপনার স্কিলগুলো লিখতে পারেন। ইংরেজি স্কিল (সেলফ এসেস্ট) এ অনেকে ৫ এ ৫ দিয়ে রাখেন। আপনি যদি আসলেই দক্ষ না হন, তবে এখানে ৩ দিবেন। এক্ষেত্রে ৪ কেও খুবই হাই কোয়ালিটি ধরা হয়। রেডিনেস টেস্ট ছাড়াও কমপক্ষে ৩ থেকে ৪ টি বিভিন্ন বিষয়ের উপর টেস্ট দিবেন। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে (টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এতে ভালো পারফর্ম করাটা জরুরী)। লক্ষ্য রাখবেন, টাইটেলটা যেন খুব বেশি লম্বা না হয় এবং টাইটেলটা দিয়ে যেন আপনার মূল দক্ষতার দিকটা প্রকাশ পায়। চার থেকে দশ ওয়ার্ডের মধ্যে টাইটেল দিবেন। আপনার রেট কত হবে বা কত দিবেন সেটি নির্ভর করে আপনার স্কিলের উপর। নতুন হলে ৫ থেকে ১০ ডলার এর মধ্যে দিতে পারেন। মনে রাখবেন, নিজেকে কখনই সহজলভ্য করবেননা। ফ্রিল্যানসিং মানে ফ্রিতে কাজ করা নয়।
কিছু গুরুত্বপূর্ণ টিপস
কিছু গুরুত্বপূর্ণ সাইট লিস্ট:
আমি শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Upwork: Avoid common mistake to account holds:-
Account holds result from consistently low client satisfaction or failure to follow Upwork policies.
Be yourself! Provide your own accurate and verifiable information and clear photo.
Don’t allow anyone else to use your account.
If a client proposes to pay you outside of Upwork, decline and let inform upwork contact support.
Strive to keep your Job Success Score above 90%. If you fall too far below this level, you may be subject to review and your account may be limited.
Use the same account for all work on Upwork, whether you’re selling your own services as a freelancer, managing an agency, or hiring others as a client. If you have another account now, Please contact upwork Customer Support to combine them.
Keep contact with potential clients inside Upwork. Your profile can’t include your email, Skype, or links to sites with a way to contact you outside of Upwork.
Don’t send the same cover letter repeatedly.
Always try to provide high-quality work and to earn a good rating.
Learn more: http://boost-work.com/upwork-avoid-common-mistake-to-account-holds/