কিভাবে আপনার ব্লগ/ওয়ার্ডপ্রেস এর টিউন facebook/twitter/linkedin বা যেকোন যায়গায় অটো শেয়ার করবেন

আসলে এটি আমার টিটি তে প্রথম টিউন। তাই কোন ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। আমি এই বিষয়টি পূর্বে টিটিতে পাইনি তাই শেয়ার করলাম।

অটো শেয়ার করার জন্য অনেকগুলো সাইট বা আপ্স রয়েছে কিন্তু আমি যেটি ব্যবহার করে মজা পেয়েছি/বা এখন ব্যবহার করছি সেটিই শেয়ার করছি এখানে।

আমি গত বছর একটি ফেসবুক আপ্স ইউজ করতাম সেটি হচ্ছে RSS Graffiti. এটি খুব ভালো সার্ভিস দিচ্ছিলো কিন্তু এটি গত মে'১৫ থেকে আর কাজ করছে না। ফেসবুক এটিকে এলাউ করছে না। তাই অনেক খুজে একটা সাইট পেলাম যেটি আসলেই খুব ভালো। সেটি হচ্ছেঃ IFTTT মানে হচ্ছে If This Then That.

এটা দিয়ে শুধু অটো শেয়ার নয় আরো অনেক কিছু করা যায় যেটি আপনি ব্যবহার করলেই বুজতে পারবেন। যেমন, আপনি ব্লগে টিউন করলে সেটি অটো ফেসবুকে বা টুইটারে শেয়ার হবে, ইউটিউবে টিউন করলে টূইটারে শেয়ার হবে, ফেসবুকে টিউন করলে linkedin এ যাবে এরকম কয়েকশ আকশন রয়েছে যার প্রতিটাকে একেক্টা Recipe বলা হয়। এখানে browse recipe তে গিয়ে শয়ে শয়ে রেসিপি থেকে আপনার পছন্দমত রেসিপি বাছাই করতে পাড়েন।

আমি কয়েকটা রেসিপি ব্যবহার করতেছি আমার ব্লগ এবং ইউটিউব এর জন্য যেমনঃ

If any new post on your blog, then post a tweet to my twitter

If any new post on your blog, then post to facebook page
If any new video upload in my youtube channel, then share it to twitter
If any new post in my blog, then share it to Linkedin
If any birthday to my Linkedin contact then automatically say birthday message

 

মজার ব্যাপার হল আপনি নিজেই আপনার ইচ্ছামত রেসিপি বানাতে পাররেন।আমি একটা উদাহরন দিচ্ছি কিভাবে আপনার ইচ্ছামত রেসিপি বানাবেন।

প্রথমে রেজিস্ট্রেশন করুন এখান থেকেঃ IFTTT

তারপর লগিন করে browse -এ যান।

how to share blogger post automatically to facebook
http://business-entrepreneurshipall.blogspot.com/

এখানে থেকে আপনি বাছাই করতে পারেন। এখানে শুধু একটা পেজে দেখান হয়েছে, সার্চ দিলে অনেক পাওয়া যাবে।

এখন আসি কিভাবে আপনি আপনার ইচ্ছামত রেসিপি বানাবেন। এজন্য প্রথমে my recipe> create recipe তে যান।

share blogger post to facebook

এখন আপনি this ক্লিক করুন।

http://business-entrepreneurshipall.blogspot.com/

এখন আপনি ট্রিগার চ্যানেল সিলেক্ট করুন মানে সোর্স সিলেক্ট করুন। যদি আমি চাই যে ব্লগার এর টিউন শেয়ার করব তাহলে এখানে ট্রিগার চ্যানেল হিসেবে ব্লগার সিলেক্ট করুন। এখানে কয়েকশ চ্যানেল আছে তাই আপনি ব্লগার সার্চ দিলেই চলে আসবে।

ধরলাম আপনি ব্লগার সিলেক্ট করেছেন এখন দেখবেন নিচের মত স্ক্রিন এসেছেঃ

Screenshot_5

তারপর আমি দিলাম any new post। তারপর দেখবেনঃ

Screenshot_6

তারপর create trigger ক্লিক করুন তখন দেখবেনঃ

 

Screenshot_7

এখন that ক্লিক করুন।

Screenshot_8

এখানে ধরুন আপনি ব্লগার টিউন টি ফেসবুক পেজে অটো শেয়ার দিতে চান তাহলে এখানে একশন চ্যানেল হিসেবে ফেসবুক পেজ সিলেক্ট করুন।

তারপর এমন একটি পেজ আসবেঃ

Screenshot_9

এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন। আমি Create a link post সিলেক্ট করলাম।

Screenshot_10

এখন create action ক্লিক করুন।

Screenshot_11

এখন create recipe ক্লিক করলেই হয়ে গেল আপনার নিজের রেসিপি। এখানে সাতটি ধাপ রয়েছে আমি সবগুলো দেখিয়েছি। প্রথমে এটী জটিল মনে হতে পারে কিন্তু আসলে খুব সহজ। আপনি নিজে কয়েকটা রেসিপি তৈরি করে ফেলুন। তারপর আবার ডিলিট করে দেন। আর নিজে তৈরি না করতে চাইলে ব্রাউজ রেসিপি থেকে বাছাই করতে পারেন।

আরেকটা ব্যাপার, আপনি যেই চ্যানেল গুলো ইউজ করবেন সেগুলো অথরাইজ করে নিতে হবে।

আশা করি সবার বুঝতে পেরেছে। আরো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি শুধু অটো শেয়ার নয় এর বাইরেও হাজারো রকমের কাজ করা যায় যা আপনার অনেক সময় বাচায়। তাই এটিকে আমি বেশি পছন্দ করি। আমি নিজেও আমার ব্লগের জন্য এই রেসিপি ব্যবহার করি। আমার ব্লগ দেখতে পারেন এখানে।

কোণ সমস্যা হলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।

Level 0

আমি মোহাম্মাদ মুকিত ইবনে সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন

কাজটা তো ঠিক ঠাক মতো করলাম কিন্তু ফেসবুকে তো পোস্ট হলো না।