যারা "WINDOWS MEDIA PLAYER 11" WINDOWS XP তে INSTALL করতে গিয়ে WINDOWS VALIDATION এর ঝামেলায় পড়েছেন তাদের আর টেনশন নেই। একটা টেকনিক দিয়ে "WINDOWS MEDIA PLAYER 11" INSTALL করুন। প্রথমে নেট থেকে "WINDOWS MEDIA PLAYER 11" .EXE DOWNLOAD করুন http://www.filehippo.com/download_windows_media_player/ । এরপর WINRAR দিয়ে একটা NEW FOLDER এ "WINDOWS MEDIA PLAYER 11" .EXE FILE টি EXTRACT করুন। কিছু ফাইল পাবেন। তবে লক্ষ্য রাখবেন FOLDER টির কোন FILE যেন DELETE না হয়। এরপর একটা EXTENTION FILE DOWNLOAD করুন http://www.mediafire.com/?h5zhw1hr46ryqg3 । EXTENTION FILE টি NEW FOLDER এ PASTE করুন,REPLACE করুন । এবার NEW FOLDER এর ভিতর setup_wm এ ক্লিক করুন । INSTALL শুরু হবে । এছাড়াও মনে রাখবেন "WINDOWS MEDIA PLAYER 11" WINDOWS XP SERVICE PACK 2 এর নিচের VERSION গুলোতে INSTALL হবে না।
আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।
জব্বর হইছে…
এই ঝামেলা থাইকা বাচলাম.. তয় এখনো টেরাই লই নাই। পরে দেকমু নে :p