আশাকরি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আমার মত বেকার ছাত্র/ছাত্রী, প্রেমিক/প্রেমিকাদের ফোন রির্চাজ করার সুন্দর একটা টিউন। আমরা যে এপ দিয়ে কাজ করব তার নাম এমছেন্ট।
এমছেন্ট:- এমছেন্টহলো একটি এন্ড্রুয়েড এপ। যার বিভিন্ন এন্ড্রুয়েড এপ প্রোমোট করার জন্য এড দেয়। প্রতিটি এড ও প্রত্যেক রেফারেলে ৫০টাকা কারেন্ট ফোন রিচার্জ।
প্রয়োজনীয় জিনিসঃ- একটি এন্ড্রুয়েড ফোন।
নিয়ম প্রণালীঃ- নিম্নউক্ত সব কাজ এন্ড্রুয়েড ফোন এবং গুগল ক্রম ব্রাউজার দিয়ে করবেন।
১। প্রথমে এই লিঙ্ক ক্লিক করে এপটি ইন্সটল দেন অথবা ইন্সটল
২।ইন্সটল দেওয়া শেষ হলে ওপেন করুন এবং Sign Up এ ক্লিক করুন।
৩। তারপর আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Register এ ক্লিক করুন।
৪। তারপর আপনার ফোনে একটি ৪ সংখ্যার কোড যাবে। ---- বক্সে কোডটি দিয়ে CONFIRM করুন।
৫। এবার এমছেন্টওপেন হবে এবং কিছু এড দেখা যাবে।
৬। এবার যেকোন একটি এপ্সের Try this app এ ক্লিক করুন এবং তারপর Start this offer ক্লিক করে প্লেস্টোর থেকে ইন্সটল দিন। ইন্সটল দেওয়া এপটি ৩০ সেকেন্ডের মত অন করে রাখুন, টাকা জমা না হওয়া পুর্যন্ত আন-ইন্সটল করবেন না।
৭। দেখবেন একটু পর আপনার একাউন্টে টাকা জমা হয়ে গেছে।
৮। এবার এইখানে ক্লিক করে রেফারেল লিঙ্ক সংগ্রহ করুন।
৯। এবার এমছেন্টসহ সকল এপস আন-ইন্সটল দিন এবং আপনার রেফারেল লিঙ্ক দিয়ে উপরের নিয়মে নতুন একটি নাম্বার রেজিস্ট্রেশন করুন এবং সাথে সাথে ৫০ টাকা টপ আপ করুন।
মনে রাখবেন অব্যশই ক্রম ব্রাউজার ইউজ করবেন। আর প্র্যতেক রেফারেল একাউন্ট করার পর একটি এপস ইন্সটল দিবেন তা ছাড়া আপনার একাউন্টে ব্যালেন্স যোগ হবে না।
কিছু প্রমাণ আপনাদের জন্য
তারিখ সহ রিচার্জের পরিমাণ দেওয়া আছে দেখেন
আমার ফোনের রিচার্জ সমূহ দেখেন
দয়া করে আমার রেফারেল লিঙ্ক থেকে এমছেন্ট ইন্সটল দিয়েন
আমি মুবিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amak kono add dey na ora. ki problem bolte paren