আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটা সফটওয়্যার নিয়ে হাজির হলাম।
আপনি কি MS Word বা ব্লগ এ খুব লেখালেখি করেন, তাহলে এটি আপনার জন্য। একই লাইন বা ওয়ার্ড আপনাকে বারবার লিখতে হবে না। আপনার প্রয়োজনীয় লেখাগুলোকে কপি করে রাখুন সফটওয়্যারটি তে, সাথে ইচ্ছামত HotKey সিলেক্ট করে রাখুন এবার যেখানে আপনার যে লেখাটি প্রয়োজন সেটির HotKey গুলো চাপুন আর মজা দেখুন। পিসি Restart দিলেও আপনার সেট করে দেওয়া Hot key এর লেখা গুলো মুছবে না।
৩.১১ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করলে আশা করি আপনার ৩.১১ মেগাবাইট বৃথা যাবে না।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন ।
এবার আসুন দেখি কিভাবে এটিকে ফুল ভার্সন করবেন -
সফটওয়্যারটি ইন্সটল হলে দেখুন “FastCopy” নামে একটি Shortcut ডেস্কটপে আছে ওটাতে রাইট ক্লিক করে Properties এ যান, এবার নিচের ছবির মত Start in এর লেখা কপি করুন তারপর ওটাকে Run কমান্ড ওপেন করে Start in থেকে কপি করা লেখাটি Paste করুন, তারপর Enter চাপুন।
নতুন যে উইন্ডো ওপেন হয়েছে ওটার ভিতর আপনার ডাউনলোড করা ফোল্ডারের ভিতর দেখুন Patch নামে ফোল্ডার আছে ওটার ভিতরকার ফাইলটি কপি করে ওপেন হওয়া ফোল্ডারে Paste করুন এবং ওটাতে ডাবল ক্লিক করুন তারপর Patch এ ক্লিক করুন, দেখুন এবার লেখা আসছে Patch Done অর্থাৎ আপানার সফটওয়্যারটি ফুলভার্সন হয়ে গেছে।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।
১। ফোল্ডার হাইলাইট ব্যবহার করে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২MB র সফটওয়্যার।
৩। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে মেমরি কার্ড ও পেনড্রাইভ এর মাঝে পাসওয়ার্ড দিয়ে রাখুন।
৪। ল্যাপটপ বা কমপিউটারের তাপমাত্রা নিয়ন্ত্রন রাখুন ছোট একটি সফটওয়্যার দিয়ে।
৫। উইন্ডোজের ড্রাইভার সমস্যা থেকে চিরমুক্তি নিয়ে নিন।
৬। মাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ফরমেট ওপেন করুন।
৭। আপনার পিসির র্যামকে বানিয়ে ফেলুন হার্ডডিস্ক এবং নেট ব্রাউজিং করুন সুপার স্পিডে।
আমি রাফসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nyc br0