কিভাবে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট করবেন জেনে নিন..? (আপদেট

সকল টেকটিউনস  বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো কি করে একটা ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে কনভার্ট করবেন।  

প্রথমে এর কিছু শুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব।

এর শুবিধা সমুহ

  1. আপনার আইডি তে যত ফ্রেন্ড থাকবে পেইজে রুপান্তরের পর তত লাইক থাকবে। ফলে সহজেই একটা পেজে অনেক লাইক পেলেন। কেননা নতুন একটা পেইজ খুলে লাইক পাওয়য়া সহজ নয়।

অসুবিধা

  1. সব ডাটা মুছে যেতে পারে।
  2. পুনারায় আর ব্যাক করা সম্ভব না

তাহলে নিজেই চিন্তা করে ভেবে দেখুন কি করবেন। যারা তারপর্ ও upgrade করতে চান তারা নিচের নিয়ম মেনে কাজ করুন।

আপনার যদি একের অধিক ফেসবুক প্রোফাইল থাকে এবং আপনি যদি চান যে একটা প্রোফাইল রেখে অন্যটি পেজে কনভার্ট করবেন তাহলে এ টিউন টি আপনার জন্য। আপনি চাইলে আপনার ব্যাবসা বা অন্য কোন কিছুর নামেও করতে পারেন। এক্ষেত্রে ঐ প্রোফাইল এর সকল ফ্রেন্ড তখন ঐ পেজের ফ্যান এ কনভার্ট হয়ে যাবে।

যাহোক কাজের কথায় আসি। প্রথমে যে প্রোফাইল টি কনভার্ট করবেন সেটিতে লগিন করুন। তবে একটা কথা মনে রাখবেন আর সেটি হল যে নামে পেজটি করবেন তার আগে অবশ্যই প্রোফাইল এর নাম ঐ নামে করে রাখবেন কারন পেজে কনভার্ট করার সময় আপনার প্রোফাইল যে নামে থাকবে সেই নামেই পেজ এর নাম হবে সেটি পরিবর্তন করতে পারবেন না। প্রোফাইল এর নাম পরিবর্তন করার সময় সাবধানতার সাতে করবেন কারন একবার নাম পরিবর্তন করলে ৬০ দিনের আগে আর পরিবর্তন করতে পারবেন না। তবে যদি প্রোফাইল এর ফ্রেন্ড সংখ্যা ২০০ এর কম থাকে তাহলে পেজে কনভার্ট করার পরেও পেজের নাম পরিবর্তন করতে পারবেন।

এখন ঐ প্রোফাইল এ  লগিন অবস্থায় নিছের লিঙ্কে যান।

https://www.facebook.com/pages/create.php?migrate

 

এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন করুন।

file

 

এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন করে Get Started বাটন এ ক্লিক করুন।

এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস কাজ শেষ।

আপনি চাইলে এই প্রোফাইল এর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে এই পেজ ম্যানেজ করতে পারেন অথবা setting>Page Roles এ গিয়ে আপনি যাকে অ্যাডমিন বানাতে চান তার ইমেইল অ্যাড করে নিন এবং তার অ্যাক্সেস যেন Admin হয়।

file (1)

 

ব্যাস এখন থেকে আপনি এই পেজকে যে প্রোফাইল কে অ্যাক্সেস দিবেন সেখান থেকে ম্যানেজ করতে করতে পারবেন। সবাই ভাল থাকবেন।

এই রকম আরও টিউন দেখতে এখনে ক্লিক করুন 

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

আচ্ছা, ভাই, তাহলে প্রোপাইলের ফটো গুলা কি হবে? অই গুলা কি ডিলেট হয়ে যাবে? নাকি এলবাম অনুযায়ী থাকবে?

টিউনের জন্য ধন্যবাদ। টিউনে একটা বিষয় উল্লেখ করা উচিত ছিল। কোন ফেসবুক আইডিকে পেজে রূপান্তর করার পরে তা পুনরায় আইডিতে ফিরিয়ে আনা যাবে না। আপনার বোঝা উচিত যারা একটু অ্যাডভান্স তাদের আপনার পোস্টের দরকার হবে না। আর যারা একদম বেসিক লেবেলে তাঁরা এই কথাটা জানে না।

    Level 0

    He wrote it with Blue big letter…

ছবির লাইক, কনেন্টস এইগুলার কি হবে ভাই???

All post delete hoe jay & r regular id te fire asa jayna

“ghumonto doyal baba” অনি কিন্তু প্রথমেই উল্লেখ্য করেছে (পেজে রুপান্তর করার পরে পূনরায় আইডিতে ফিরে আসা যাবেনা…..! ভাল করে পরে দেখেন ভাই

“মিনহাজ উজ জামান” ভাই ধন্যবাদ টিউন করার জন্ন্য 😀 😀

Android দিয়ে করা যাবে জামান ভাই??

ভালোই লিখেছেন