যে কোন ব্রাউজার কে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। এটা হল আমার দ্বিতীয় টিউন। আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে যে কোন ব্রাউজার কে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন।  আশা করি ভালো লাগবে। ছোট একটি সফট দিয়ে আপনি আপনার কম্পিউটারের ইন্টারনেট প্রোগ্রাম এর যে কোন ব্রাউজার কে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন যা আপনি ছাড়া অন্য কেউ আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকবে। এই জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে এখান থেকে ইন্টারনেট লক ডাউনলোড করে নিয়ে ইন্সটল দিন।

সাইজ মাত্র ৮৪১ কেবি।  ইন্সটলের সময় পাসওয়ার্ড দিয়ে নিন। এবারে আপনি ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন।

এখানে আপনার দেয়া পাস ওয়ার্ড দিয়ে সফটওয়্যারটি ওপেন করুন। এবারে Add এ ক্লিক দিন। এবারে Choose অথবা Browse এ ক্লিক দিয়ে আপনি ইন্টারনেটের যে প্রোগ্রাম টি এই সফটের আওতায় আনতে চান তা সিলেক্ট করে দিন এবং OK করুন। ব্যাস কাজ শেষ। এরপর যে কেউ ইন্টারনেট প্রোগ্রাম চালু করতে গেলেই পাসওয়ার্ড চাইবে যা আপনি জানেন অন্য কেউ নয়, সেই পাস দিয়ে তা ওপেন করুন। তাহলে বন্ধুরা উপভোগ করুন Internet Lock এবং আনন্দে থাকুন।

কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।  সবাইকে ধন্যবাদ।  ।

ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM ৬.২৩ বিলট ১২ আজীবনের জন্য।

ডাউনলোড করে নিন iobit uninstaller ৪.৩ একটি অসাধারণ সফটওয়্যার।

 

Level 0

আমি সাদিক পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank u so much bhaia.