আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। এটি Techtunes এ আমার ৩য় টিউন।
জানি না এ বিষয়ে Techtunes এ আর টিউন করা হয়েছে কি না। হলে ভাল না হলে দেখে নিন
আজকাল, অনেক প্রোগ্রাম আক্সহে যারা অনেক র্যাম ব্যবহার করে। যারা কম র্যাম নিয়ে কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এটি একটি দুঃস্বপ্ন, যা কম্পিউটার এ কাজ করার সময় প্রচুর মেমরি ব্যবহার করে। তাই আপনার কাজ গুলো আরও ভাল ভাবে করার জন্য আপনার পেন ড্রাইভ কে RAM হিসাবে ব্যবহার করুন! এর দ্বারা কিছুটা হলেও আপনার কম্পিউটার এর স্পিড বৃদ্ধি পাবে।
চলুন এবার শুরু করি
আমি রাজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন করেছেন , কিন্তু,
Pen drive তো মারা যাইব ! Ram এর ক্ষমতা আর Pen drive এর ক্ষমতা এক না , যত Gb pen drive-ই হোক Ram হিসেবে ব্যবহার করলে pen drive এর life দ্রুত শেষ হয়ে যাবে ।