স্টিকি পোস্ট কি জিনিস যারা না জানেন , তাদের বলছি - টেকটিউন্সে দেখবেন কিছু কিছু পোস্ট নির্বাচিত হয়ে একদম প্রথম পোস্ট হিসেবে থাকে অনেকদিন। এগুলো হচ্ছে স্টিকি পোস্ট। কিন্তু অন্য পোস্টগুলা ক্রমানুসারে পুরানো পোস্টের দিকে অগ্রসর হতে থাকে।
স্টিকি পোস্ট |
আমাদের অনেক দরকারী পোস্ট থাকতে পারে। যা প্রথম পেজের একেবারে শুরুতে থাকা দরকার। কিন্তু ব্লগস্পটে সাধারনভাবে পোস্টিং করে গেলে এটা হবে না।
অনেকদিন আগেই চিন্তা করেছিলাম - "ওয়ার্ডপ্রেস বা জুমলার মত স্টিকি পোস্ট কি ব্লগস্পটে সম্ভব ?" হ্যা, সম্ভব। আসলে সরাসরি কোনো অপশন নাই ব্লগস্পটে, কিন্তু জিনিসটা সম্ভব।
এটা একধরনের ট্রিক্স বলা যায়।মূলত আমাদেরকে খেলা করতে হবে তারিখ নিয়ে। মানে, post option এ ক্লিক করে নিচের ছবির মত scheduled at এ একটু কাবঝাপ করতে হবে।
স্টিকি পোস্ট |
কেমন লাগলো জানাতে ভুলবেন না !
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
স্লাইডার Widget দিয়ে আরো সহজে কাজটি করা যায়! টিউন ভালো হয়েছে 😀