How to make a blogspot post remain at the top of the page

স্টিকি পোস্ট কি জিনিস যারা না জানেন , তাদের বলছি - টেকটিউন্সে দেখবেন কিছু কিছু পোস্ট নির্বাচিত হয়ে একদম প্রথম পোস্ট হিসেবে থাকে অনেকদিন। এগুলো হচ্ছে স্টিকি পোস্ট। কিন্তু অন্য পোস্টগুলা ক্রমানুসারে পুরানো পোস্টের দিকে অগ্রসর হতে থাকে।

স্টিকি পোস্ট

আমাদের অনেক দরকারী পোস্ট থাকতে পারে। যা প্রথম পেজের একেবারে শুরুতে থাকা দরকার। কিন্তু ব্লগস্পটে সাধারনভাবে পোস্টিং করে গেলে এটা হবে না।

অনেকদিন আগেই চিন্তা করেছিলাম - "ওয়ার্ডপ্রেস বা জুমলার মত স্টিকি পোস্ট কি ব্লগস্পটে সম্ভব ?" হ্যা, সম্ভব। আসলে সরাসরি কোনো অপশন নাই ব্লগস্পটে, কিন্তু জিনিসটা সম্ভব।

এটা একধরনের ট্রিক্স বলা যায়।মূলত আমাদেরকে খেলা করতে হবে তারিখ নিয়ে। মানে, post option এ ক্লিক করে নিচের ছবির মত scheduled at এ একটু কাবঝাপ করতে হবে।

স্টিকি পোস্ট
প্রথমে, একটা পোস্ট পাবলিশ করতে হবে বর্তমান অথবা আগের কোনো সময় দিয়ে। তারপর এডিট পোস্টে গিয়ে তারিখটাকে ভবিষ্যতের কোনো তারিখ দিয়ে দিতে হবে। এখানে প্রথম ১০ হচ্ছে মাস,২৩ হচ্ছে তারিখ,আর শেষ ১০ হচ্ছে বছর। তাই আমরা শেষের ১০ বদলে দিলেই হবে। এরকম 10/23/11। ফলে ঐ তারিখের আগ পর্যন্ত পোস্টটা একদম প্রথম পেজের প্রথম পোস্টে থাকবে। ট্রাই করে দেখেন !
How to make a post remain at the top of the page

কেমন লাগলো জানাতে ভুলবেন না !

বিঃদ্র পূর্বে প্রকাশিত

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্লাইডার Widget দিয়ে আরো সহজে কাজটি করা যায়! টিউন ভালো হয়েছে 😀

    thanx for comment. 🙂
    can you tell me the details of this slider widget?

    একটু পরে এটা নিয়ে লেখবো তখন দেখবেন ভাইয়া 😀

বাহ ! চিকন বুদ্ধি ।

    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

thnkx for sharing

দারুন হয়েছে তো !!!

আমার কাছে টিপসটা খুবই ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা টিপস আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি এইটা এপ্লাই করেছি কাজ হয়েছে,আশা করছি সামনেও সুন্দর সুন্দর টিপস পাব আপনার কাছ থেকে।
আমি আপনার ব্লগে দেখলাম আপনার লেখা গুলু যে কোন মিডিয়াতে প্রকাশ করার অনুমতি আছে,কথাটা কি ঠিক?

    ধন্যবাদ মন্তব্যের জন্য । আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য ।
    হ্যা , আমার ব্লগের যেকোনো লেখা যে কোন মিডিয়াতে প্রকাশ করার অনুমতি আছে । এতে আমার কোনো সমস্যা নাই । তাছাড়া আমার সব লেখা গুলো ইউনিক না, আর আমার ব্লগ থেকে কোনো লেখা যদি কারো উপকারে আসে তাহলে নিজেকে গর্বিত মনে করব।

ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনাদের উপকার হলে আমার লেখা সার্থক।
আপনার সাইট ফলো করলাম । নতুন কোনো পোস্ট এলে দেখবো ।

অনেক ধন্যবাদ। এই ট্রিক্সটা খুজতে চিলাম ধন্যবাদ ভাইয়া আমার কাজে রাগবে। 🙂

    ধন্যবাদ মন্তব্যের জন্যে।

Level 0

XOTTTTTTTTTTTTTIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIL