বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।সবার সুস্বাস্থ কামনা করে শুরু করছি আজকের টিউন।আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যারের সথে পরিচয় করিয়ে দিব যে সফটওয়্যারটি বেশির ভাগই মানুষ (যারা কম্পিউটারের সাথে যুক্ত আছেন)ইউস করেন।আমি আমার টিউনের শিরোনামেই সফটওয়্যারটির নাম উল্লেখ করেছি।আমি যে কয়টি টিপস আপনাদের শিখাবো তা নিম্নে দেওয়া হল।
১/আপনি কপি করছেন কিন্তু গতি বাড়াতে পারছেন না।দেরি না করে নিচের চিত্র লক্ষ্য করুন।
যেভাবে কপির গতি বাড়াবে
super copier 2 এই প্রোগামের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
তারপর configaration এ ক্লিক করুন।নিচের চিত্রটি দেখন।
Advanced এ ক্লিক করুন।নিচে চিত্রের মত আসবে
Normal এর জায়গাই high করে দিন।এরপর Copy buffer size এর জায়গাই 65536
Copy window update interval এর বক্সে 1 or 5
Copy speed averaging interval এর বক্সে 1 or 5
Copy thorttle interval এর বক্সে 1 or 5
এবার Apply তে ক্লিক করে ok করুন।
২/মনে করেন আপনি ১০ gb ডাটা এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কপি/কাট/মুভ করছেন কিন্তু হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল তখন আপনার সবগুলো কপি/কাট/মুভ হলনা।যখন ইলেকট্রিসিটি আসবে তখন আপনাকে খুজতে হবে ডাটা গুলো কোথায় থেকে কপি/কাট/মুভ করছিলন।এত খোজাখুজি না করে সমাধন নিয়ে নিন।
সমাধানের জন্য নিচের টিউটরিয়ালটি দেখুন।টিউটরিয়ালটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
আমি নতুন টিউনার আর তাই আমার টিউনে ভুল ত্রুটি থাকত পারে সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ এ পর্যন্তই। দেখা আগামী টিউনে।
যারা আমার আগের টিউন দেখেন নাই ইচ্ছা হলে এখানে দেখতে পারেন
আমাকে ফেসবুক পেজে পেতে এখানে ক্লিক করুন। খোদা হাফেজ।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপার কপি ডাউনলোড লিঙ্ক দিন