তাহলে আসুন দেখে নেয়া যাক কিভাবে আমরা এই সমস্যা থেকে নিজেকে বাচাতে পারি। আমাদের সবচেয়ে প্রিয় সার্চ ইঞ্জিন গুগল কিন্তু আমাদের সার্চের তথ্য তার কাছে রেখে দেয়।আপনি যদি আপনার করা সার্চ গুলো অন্যের কাছ থেকে লুকাতে চান,তাহলে DuckDuckGo ব্যবহার করতে পারেন।সে আপনার তথ্য তার কাছে কখনোই রাখবে না। DuckDuckGo,প্রাইভেট সার্চ ইঞ্জিন হিসাবে প্রচুর নাম আছে।
এছাড়া Prism Break নামে ওয়েবসাইট,তাতে আপনি অনেক টুল পাবেন যেগুলো আপনার অনলাইনে নিজেকে লুকিয়ে রাখতে।অর্থাৎ অজ্ঞাতনামা হিসাবে অনলাইনে বিচরণ করতে পারবেন।
এই সাভির্সগুলো বিভিন্ন প্রতিষ্টান,যাদের ভয় তথ্য পাশ হয়ে যাবে তাদের জন্য প্রযোয্য।এখন দেখা যায় হ্যাকার,চুর ইত্যাদি যারা অসাধু কিছু করতে চাচ্ছে তারা এইসব ব্যবহার করে নিজেকে পুরাপুরি লুকিয়ে রাখতে।
নিচে সংক্ষেপে কয়েকটি টুলের নাম দেয়া হলো-
Tor ব্রাউজার
DuckDuckGo সার্চ ইঞ্জিন
Bitmessage
HTTPS Everywhere
Enigmail
Mailvelope
DO NOT Track Me ব্রাউজার এক্সটেনশন
Ghostery ব্রাইজার এক্সটেনশন
NoScript মজিলা এড অন
NotScript গুগল ক্রোম এক্সটেনশন
Pidgin OTR উইন্ডোজ মেসেজিং প্লাগিন
Onion ব্রাউজার আইওএস এর জন্য
ChatSecure মোবাইল চ্যাট এপ্লিকেশন
Orbot
OrWeb মোবাইল ওয়েব ব্রাউজার
Valo jinish apu tnx u,,,, 🙂